পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ઉ૭ ] তুমি জ্ঞানাভিমানি এবং বিবেকাভিমানি ব্যক্তিগণ হইতে যাহা (৬৪) প্রচ্ছন্ন রাখিয়াছ, তাহ সরলচিত্ত লোকদের নিকট ব্যক্ত করিতেছ! হা পিতঃ তোমার করুণা ঈদৃশীই বটে। পিতা আমাকে সৰ্ব্ব বিষয়ে উপদেশ দিয়াছেন । পিতা ব্যতীত পুত্রকে আর কেহ জানে না, এবং পুত্র ব্যতীত ও কেহ পিতাকে জানে না (৬৫); কেবল পুত্র যাহার নিকট প্রকাশ করিবেন, সেই ব্যক্তিই পিতাকে জানিতে পারিবে । হে ভারগ্রস্ত লোক সকল ! আমার সন্নিধানে আগত হও; আমি বিশ্রাম দিব । আমি যে ভার দিতেছি, তাহা গ্রহণ কর; আমার নিকট শিক্ষা কর । আমি নম্র ও বিনীত স্বভাব; তোমরা আত্মবিশ্রাম প্রাপ্ত হইবে। আমার ভার লঘু ও আক্লেশবহনীয়। ২৭* ৷ একদা যিশু বিশ্রামবারে শস্যক্ষেত্র দিয়া গমন করিতেছিলেন, ভাষার বুভুক্ষিত শিষ্যেরা শস্যমঞ্জরী চয়ন করিয়া অভ্যবহার করিতে লাগিল। ফিরুসিরা ইহা অবলোকন করত তাহাকে কহিল (৬৪) অর্থাৎ মুক্তির পথ স্বৰূপ সত্যধৰ্ম্ম । (৬৫) পিত, পরমেশ্বর ; পুত্ৰ, বিশু খৃষ্টের বাক্যের তাৎপৰ্য্য এই যে আমি যে ৰূপ সত্যধৰ্ম্ম প্রচার করিতেছি, তাহ পরমেশ্ববই জানেন। আমি তাহার যে মঙ্গলময় মধুরভাব উপলব্ধি করিয়াছি, তাহ অন্য কেহ প্রাপ্ত হয় নাই।

  • মথি ১১ শ অ ।