পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8象 হইবে; এবং তাছার অধিকার প্রচুর হইবে ; কিন্তু যাহার নাই, তাহার যাহা কিছু আছে, তাহাও গৃহীত হইবে (৭৩)। তাহারা দেখিয়া “দেখে না, শুনিয়া শুনে না ও বুঝে না,এই নিমিত্ত আমি ৰূপকবাক্যে উপদেশ দিতেছি । তাহারদের দ্বারা অভিনব ৰূপে যিশায়িয়ের (৭৪) ভবিষ্যদ্বাণী সম্পূর্ণ হইয়াছে: "তোমরা শুনিবে বটে, কিন্তু বুঝিবে না; এবং দেখিবে বটে, কিন্তু প্রত্যক্ষ করিবে না। এই জাতির মন অতি স্থূল হইয়াছে, ইহারদের কর্ণ বধির হইয়াছে, এবং ইহারা চক্ষু নিমীলিত করিয়াছে; পশ্চাৎ ইহারা চক্ষুর দ্বারা দৈখে, কর্ণ দ্বারা শুনে, ও মনের দ্বারা বুঝে, এবং আপনারদের বিপথ হইতে বিমুখ হয়, এবং আমি উহারদিগকে নীরোগ করি । কিন্তু তোমারদের নয়ন ও শ্রবণ ধন্য, কারণ তাহারা দেখিতেছে ও শুনিতেছে । যথার্থ বলিতেছি, যাহা তোমরা দেখিতেছ ওগুনিতেছ, তাহ দেখিবার ও শুনিবার নিমিত্ত অনেক আচাৰ্য্য ও উহারদের যদি ধৰ্ম্ম প্রাপ্তির অভিলাষ থাকে, তবে আমার বাক্যের তাৎপর্ম্য বুঝিভে যত্ন করুক। (৭৩) তাৎপৰ্য্য—যাহার ধৰ্ম্মপ্রবৃত্তি অধিক আছে, অনুশীলন দ্বারা তাহার অধিকতর হইবে ; এবং যাহার অলপ আছে, চচ্চহীিনতা দ্বারা তাই থাকিবে না। (৭৪) ভবিষ্যদ্বক্তা ঋষিবিশেষ ।