পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I 8, 1 পিতা মাতাকে অভিশাপ দায়, তাহার মৃত্যু হউক। কিন্তু তোমরা বল ‘ষে পিতা মাতাকে বলিবে, যাহা দিলে তোমারদের উপকার হইতে পারিত, তাহা উপযাচিত হুইয়াছে।” তাহার,পিতা মাতাকে ভক্তি করিবার প্রয়োজন নাই।' এই ৰূপে শ্রুতির দ্বারা তোমরা পরমেশ্বরের আজ্ঞার বৈয়খ্যাপত্তি করিয়াছ। ছে ভণ্ডতাপস সকল! তোমারদের বিষয়ে যিশায়িয় উত্তম ভবিষ্যদ্বাণী কহিয়া গিয়াছেন, “ এই লোকে মুখ লইয়া আমার যথেষ্ট নিকটবর্তী হয়, এবং ওষ্ঠের দ্বারা আমাকে ভক্তি করে; কিন্তু তাহারদের অন্তঃকরণ আমা হইতে দুরে রহিয়াছে। তাহারদের পূজা বৃথা ; মনুষ্যের আজ্ঞাকে তাহারা ধৰ্ম্মোপদেশ বলিয়া প্রচার করে ? ~ ৩৯। তিনি লোক সকলকে আহবান করিয়া কহিলেন, শ্রবণ এবং হৃদয়ঙ্গম কর; কোন দ্রব্য মুখ মধ্যে প্রবেশ করিয়া মনুষকে অপবিত্র করে না; কিন্তু যাংমুখ হইতে বহির্গত হয়, তাহাই মনুষকে অপবিত্র করে। তদনন্তর তদীয় শিষ্যেরা আসিয়া কহিলেন ‘এই বাক্য শুনিবার পর ফিরুলির অত্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছে, ইহা আপনি জানেন? কিন্তু তিনি উত্তর করিলেন, যে বৃক্ষ পরমপিতার রোপিত নয়, তাহ নিমুলিত হইবে। তাহারদিগকে পৃথক