পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8న ] কর নাই'তজন্য বিতর্ক করিতেছ কেন? কি আশ্চর্য্য ! আমি তোমারদিগকে রোটিকার কথা না কহিয়া ফিরুসি ও সিছুকিদিগের তালকীর কথা কহিতেছি, ইহাও বুকু না? তখন তাহারা বুঝিলেক যে তিনি রোটিকার কথা কহেন নাই, কিন্তু কিরুসি ও সিদুকিদিগের উপদেশের কথা উদেশ করিয়া কহিয়াছেন । ৪১ ৷ ষিশু একদা কেশরীয়ফিলিপি তটে উপস্থিত হইয়া, শিষ্যবৰ্গকে জিজ্ঞাসা করিলেন, আমি কে, এ বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিল, ‘কেহ বলে আপনি ষোহন নিমজ্জাক; কেহ বলে এলিয়, কেহ বা বলে ফিরিমিয় বা ভবিষ্যদ্বক্তাদের মধ্যে এক জন । তখন তিনি জিজ্ঞাসিলেন, আমি কে, এ বিষয়ে তোমরা কি বল ? তাহাতে সিমোন, পিতর উত্তর করিলেন, আপনি সৰ্ব্বত্রবিদ্যমান পর মেশ্বরের পুত্র খৃষ্ট । তিনি কহিলেম, যুনসায়জ সিমোন ! তুমি ধন্য; রক্ত মাংস একথা তোমাকে বলিয়া দায় নাই, পরমপিতাই বলিয়া দিয়াছেন (৭৮)। আমি বলিতেছি, তুমি পিতর (প্রস্তর) ই বট; এবং এই প্রস্তরের উপর আমি স্বীয় সম্প্রদায় স্থাপন করিব; নিরয়ের দ্বারপালের তাহার কিছু (৭৮) অর্থাৎ মানবিক বুদ্ধিতে একথা তোমার মনে উদয় श्घ्र नॉरें।