পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I -48 F. যথার্থ বলিতেছি, যাছ পৃথিবীতে বদ্ধ করবে, তাহা পরলোকেও বন্ধ হইবে; এবং যাহা এখানে মুক্ত করিবে, তাহ পরলোকেও মুক্ত হইবে (৮১)। অপিচ দুই জনে ঐকমত্য হইয়া যাহা পরমপিতার নিকট প্রার্থনা করিবে, তাহ সম্পন্ন হইবে ; কারণ, আমার নামে যেখানে দুই তিন জন একত্রিত হইবে, আমি তন্মধ্যে অধিষ্ঠান করিব । ৪৭। তদনন্তর পিতর উপহার নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন “প্রভো! আমার ভ্রাতা কতবার আমার প্রতি অপরাধ করিলে আমি মীজনা করিব ? সপ্ত বণর ? ? যিশু বলিলেন, আমি সপ্তবণর বলি না : বরং সপ্ততিগুণ সপ্তবার ক্ষমা কর । ৪৮ । অতএব সুখরাজ্যের সহিত কোন রাজার উপমা দেওয়া যায়, যিনি ভৃত্যদের প্রাপ্যাপ্রাপ্য নিৰূপণ করিতে প্রবৃত্ত হন । তিনি গণনা অারন্ধ করিলে এক ভূত্য র্তাহার সমীপে আনীত হইল ; সে দশ সহস্র মুদ্র ঋণ লইয়াছিল। কিন্তু তাহার কিছু মাত্র দিবার ক্ষমতা ছিল না; অতএব তাহার প্রভু তদীয় স্ত্রী পুত্ৰাদি সৰ্ব্বস্ব বিক্রয় পুৰ্ব্বক ধনাদায় (৮১) যিশু পুৰ্ব্বে পিতর সম্বন্ধে ষােহ ব্যক্ত করিয়াছেন, প্তাহ। এস্থলে সৰ্ব্ব শিষ্য সম্বন্ধে প্রয়োগ করিতেছেন ; [৭৯] সংখ্যক টীকা দ্রষ্টব্য।