পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩২ ] কষ্ট জন্মিতেছে?' এই ৰূপে শেষাতের প্রমোহুত ব্যক্তিদের তুল্য এবং প্রথমাতেরাও শেষাকৃত ব্যক্তিদের তুল্য হইবে। অনেক লোক আহুত ভূইয়াও অলপলোক মনোনীত হইবে । ৫৬। একদা সিবদিয়ের পত্নী স্বীয় তনয়গণ সঙ্গে তাহার সমীপে আসিয়া অৰ্চনা পুৰ্ব্বক কোন প্রার্থনা জ্ঞাপন করিল। তিনি কছিলেন, তোমার কি অভিলাষ ? সে উত্তর করিল “প্রভো! এই ভিক্ষা দাও ষে ভুমি যখন স্বীয় রাজ্যে সিংহাসনাৰূঢ় হইৰে, তখন আমার এই তনয়দ্বয়ের এক জন যেন তোমার দক্ষিণে ও অপর তোমার বামভাগে বসিতে পায়। কিন্তু যিশু কহিলেন, ভূমি কি প্রার্থণা করিতেছ, তাহ অবগত নও । আমি যে সলিলে স্নান করিয়াছি, সে সলিলে কি তোমরা স্নান করিতে পৃরিবে?—আমি যে পাত্রে পান করিব, তোমরা কি সেই পাত্রে পান করিতে সক্ষম হইবে? তাহার উল্লু করল ! হাঁ, আমরা সক্ষম হইব। ইহাতে যিশু *** , উমরা আমার সলিলে স্নান ঔ আমার "is": পারবটে; কিন্তু ক্ষমার বাম حة يتخفَّيَقُ شدَّةِ ጅና --