পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I es i তাহার উত্তর দাও, তবে আমি কাহার প্রদত্ত ক্ষমতীয় এই সকল কাৰ্য্য করিতেছি, তাহ বলিব । যোহন কোথা হইতে ক্ষমতা পাইয়া লোকদিগকে স্নান করাইতেছিলেন ? ঈশ্বর হইতে, কি মনুষ্য হইতে ? এই প্রশ্ন শুনিয়া তাহারা আপনারদের মধ্যে পরস্পর বিতর্ক করিতে লাগিল আমরা যদি ঈশ্বর হইতে বলি, তবে ও কহিবে “ তবে কি জন্য তাহার প্রতি শ্রদ্ধা না করিলে?” আর যদি মনুষ্য হইতে বলি, তবে সাধারণলোক দ্বারা অামারদের অনিষ্ট হইতে পারে ; কারণ সকলেই যোহনকে ঋষিদের মধ্যে গণ্য করিয়া থাকে। এই ৰূপ বিচার করয় তাহারা কহিল "আমরা বলিতে পারিব না ’ যিশু উত্তর করলেন, তবে আমিও বলিব না কাহার প্রদত্ত ক্ষমতায় এই সকল কাৰ্য্য সম্পাদন করিতেছি । ৫৯। কিন্তু তোমরা কি বিবেচনা কর? এক ব্যক্তির দুই পুত্র ছিল; সে জ্যেষ্ঠের নিকটে আসিয়া কহিল পুত্র! অদ্য দ্রাক্ষাক্ষেত্রে গিয়া কৰ্ম্ম কর।’ পুত্ৰ কহিল ‘আমি যাইব না। কিন্তু পশ্চাৎ অনুতাপ করিয়া ক্ষেত্রে গমন করিল। গৃহস্থ দ্বিতীয় পুত্রের নিকট আসিয়া সেই ৰূপ কহিবাতে সে কহিল ‘আর্য্য ! যাইতেছি। কিন্তু গেল না। উভ