পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়ের মধ্য কোন ব্যক্তি পিতার আজ্ঞা পালন कद्विज? क्लाशब्ल উত্তর করিল জ্যেষ্ঠ পুত্র। বিশ্ব বলিলেন, যথার্থ বলিতেছি, ব্যাসনাসক্ত লোক, ও বারবনিতারাও তোমারদের অগ্ৰে বৈকুণ্ঠে প্রবেশ করিবে । যেহেতু যোহন সদ্বত্ম দিয়া তোমারদের নিকট আগমন করেন, তোমরা তাহাতে শ্রদ্ধা স্থাপন করিলে না; কিন্তু ব্যসনাসক্ত ও বারাঙ্গণগণ তাহাতে শ্রদ্ধা নিহিত করিল; তোমরা ইহা দেখিয়াও ন। অনুতাপ করিলে, না তঁহাতে শ্রদ্ধাই করিলে । ৬০। আর এক উপমাবাক্য শ্রবণ কর । (৮৬) কোন এক গৃহস্থ এক দ্রাক্ষাক্ষেত্র কর্ষণ করিলেন, ও তাহার চতুর্দিকে আবেষ্টক দিয়া এবং এক মদ্যযন্ত্রশালা ও এক প্রহরিকমঞ্চ নিৰ্ম্মাণ করিয়া কৃষকদের প্রতি সেই ক্ষেত্রের ভারাপণ করিলেন ; নিজে কোন বিদূর দেশে গমন করিলেন। ফলাহরণের সময় উপস্থিত হইলে তিনি ফল গ্রহণার্থ , কতিপয় ভূত্যকে কৃষকদের নিকট প্রেষণ করিলেন। কৃষকেরা ভৃত্যদের মধ্যে কাহাকেও ষষ্টি প্রছার; কাহাকে হনন, এবং কাহাকেও বা প্রস্তর দ্বারা (৮৬) এই উপয়াবাক্যে গৃহস্থের প্রতিপাদ্য ঈশ্বর, কৃষীবলের প্রতিপাদ্য বিহুদীলোক, ভূত্যের প্রতিপাদ্য ধৰ্ম্মেীপ দেষ্ট; ঋষিগণ্য পুল্লর প্রতিপাদ্য যিশুখৃষ্ট । f