পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

xতস্থত আঘাত করল। পরে গৃহস্বামী পূৰ্ব্বাপেক্ষ বহুতর ভৃত্য প্রেরণ করিলেন ; কৃষকেরা তাহাজের প্রতিও পূৰ্ব্বৰূপ ব্যবহার করিল। সৰ্ব্বশেষ তিনি এই বলিয়া স্বীয় আত্মজকে প্রেরণ করিলেন যে ‘তাহারা আমার পুত্রকে অংশু সমাদর করবে। কিন্তু কৃষকেরা পুত্রকে দেখিয়া বিবেচনা করিল এইত বিষয়ের উত্তরাধিকারী ; ইহাকে বধ পুৰ্ব্বক ইহার বিষয়কে অধিকার করা যাউক। ঈদৃশ মত স্থির করিয়৷ তাহারা তাহাকে ধৃত করিল, এবং ক্ষেত্রের বাহিরে লইয়া নিহত করিল। যখন সেই দ্রাক্ষা ক্ষেত্রের অধিকারী প্রত্যাবর্তন করবেন, তখন কৃষকদের প্রতি কীদৃশ ব্যবহার করবেন? শ্রোতৃবর্গ উত্তর করিল তিনি সেই দুরাত্মাদিগকে বিবিধ যন্ত্রণা দিয়া বিনষ্ট করিবেন ; এবং সময়ে সময়ে ফল প্রেরণ করিতে পারে, এমত কৃষকদিগকে সেই দ্রাক্ষাক্ষেত্রে নিযুক্ত করবেন । যিশু বলিলেন, তোমরা কি শাস্ত্রে পাঠ কর নাই যে “ যে প্রস্তর খণ্ড স্থপতির অগ্রাহ করিয়াছিল, তাহাই চুড়ার বিভুষণ স্বৰূপ হইয়াছে; ইহা পরমেশ্বরের ক্রিয়া, এবং অন্মদাদির দৃষ্টিতে অতি বিচিত্র।’? অতএব বলিতেছে, সুখরাজ্য তোমাদের হস্ত হইতে গৃহীত হইয়া এমত কোন জাতির হস্তে প্রদত্ত হইবে,যাহারা ফল প্রেরণে