পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭ সমর্থ। W ব্যক্তির পাদে এই প্রস্তরের উচ্চট লাগিবে, সে আন্ধত হইবে; এবং যে ব্যক্তির উপরে এই প্রস্তর পড়িবে, সে চুীকৃত হইবে (৮৭)। ৬১*। ধৰ্ম্মরাজ্য (৮৮) কোন নরাধিপের সদৃশ, যিনি স্বীয় তনয়ের উদ্বাহ সংস্কৃষ্ণের উদ্যোগ করেলেন; এবং নিমন্ত্রিত ব্যক্তিবর্গকে জাহান করিবার নিমিত্ত ভৃত্যদিগকে প্রেরণ করিলেন ; কিন্তু নিমন্ত্রিতেরা আসিলেক না। পুনর্বার তিনি আর অর ভৃত্যকে এই বলিয়া প্রেরণ করলেন যে “ নিমন্ত্রিত ব্যক্তিদিগকে গিয়া বল যে আমি ভোজ্য দ্রব্যাদির আয়োজন করিয়াছি; মাংসল পশু সকল নিহত হইয়াছে; সকল দ্রব্যই প্রস্তুত ; অতএব আপনার অধিষ্ঠান করুন। কিন্তু নিমন্ত্রিতের ইহা অগ্রাহ করিল, এবং কেহ ক্ষেত্রে, কেহ বা বাণিজ্যে, এই (৮৭) এস্থলে বিশু যিহ দীদের অপরাধ ও দণ্ডেব বিশেষ করিতেছেন ; যে ব্যক্তি এই চূড প্রস্তরে স্ফলিত হয়, অর্থাৎ অামাতে বিরক্ত হয়, সে আত্ম-অনিষ্ট্রোৎপাদন করিবে s এবং ষ,হ'র উপরে এই প্রস্তর পড়িবে, অর্থাৎ যে আমার নিপীড়ন করিবে, তাহীর অত্যন্ত যন্ত্রণ হইবে।—Liver YyᎢ8• (৮৮) ‘ধৰ্ম্মরাজ্য কোন নরাধিপের সদৃশ ইহা স্পষ্টতঃই অশুদ্ধ, ভাষা; কিন্তু মূলে এই ৰূপই আছে। যাহাঁহউক, ই হার তাৎপৰ্য্য: ধৰ্ম্মপ্রচারের ব্যাপার বক্ষ্যমাণ ব্যাপারের তুল্য।

  • মথি ২২শে অ ২য় শ্লো।