পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I vs I ৬২। &ক সময়ে ফিরুসিরাকি ৰূপে তাহার বাক্যের দ্বারা তাকে দোষী সাব্যস্ত করিবে, এই বিষয়ের পরামর্শ স্থির করিয়া হিরোদের (৮৯*) লোক সঙ্গে স্বীয় শিষ্যদিগকে তৎসমীপে প্রেরণ করল । তাহারা গিয়া কহিল ‘প্ৰভো! আমরা ইহা জানি যে আপনি সত্যাবতার স্বৰূপ, এবং সত্য ৰূপেই ঈশ্বর বিষয়ে লোকদিগকে উপদেশ দিতেছেন ; আপনি মনুষ্যকে তুচ্ছ জ্ঞান করেন, কারণ মনুষ্যতে আপনার ভয়মাত্র নাই। অতএব অনুগ্রহ পূৰ্ব্বক বলুন এ বিষয়ে আপনার কি অভিপ্রায়—কেসরীকে কর প্রদান ব্যবস্থা সিদ্ধ কি না? যিশু এককালে তাহারদের ধূৰ্ত্ততায় প্রবেশ করিয়া কহিলেন, হে ধূৰ্ত্ত সকল ! অামার পরীক্ষায় কেন প্রবৃত্ত হইয়াছ ? কর প্রদানের একটি মুদ্রা আমাকে দেখাও । তাছার একটি মুদ্র। আনয়ন করিল । তিনি কছিলেন, ইহাতে কণহার মানসে যিহুদীদিগকে আহ্বানাথ ধৰ্ম্মোপদেষ্টাদিগকে প্রেরণ করিলেন। বিহুদা দেশের সাধারণলোকে ধৰ্ম্মোপদেষ্টাদের বাক্যে কর্ণপাত করিল না; এবং ফিরুসি প্রভূতির। তাহারদিগকে হনন করিল ; পর পবমেশ্বর ফিরুসি অধ্যাপকদিগকে নষ্ট্র করিয়া সৰ্ব্বদেশীয় মনুষকে ধৰ্ম্মোপদেশ দানার্থ লোক নিযুক্ত করিলেন। যাহার উপদিষ্ট হইল, তন্মধ্যে কেহ বা সৰ্ব্বতোভাবে উপদেশ অনুযায়ী আচরণ করিলেক ন! ; সেই ব্যক্তি নিরয়ণতিত হইল । (৮৯*)*রোধকদেশীয় কেশরী অর্থাৎ সম্রাটের প্রতিনিধি।