পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १२ 1 জিজ্ঞাসা করিলেন, তোমরা খৃষ্টের বিষয় কিববেচনা কর? তিনি কাহার পুত্র? তাহারা উত্ত{ করিল ‘দাউদের (৯১)। তিনি কছিলেন, তবে কি ৰূপে দাউদ মনে মনে এই ৰূপে তাহাকে প্রভু বলিয়াছিলেন, যথা ‘ পরমেশ্বর আমার প্রভুকে বলেন “ যাবৎ তোমার শত্রুদিগকে তোমার পাদপীঠিকা স্বৰূপ না করিতেছি, তাবৎ আমার দক্ষিণ ভাগে উপবেশন কর।”?’ দাউদ যদি তাহাকে প্ৰভু বলিলেন, তবে তিনি কি ৰূপে তাহার পুত্র? এই প্রশ্নে কেহই বাকৃষ্ণুৰ্ত্তি করিতে সমর্থ হইল না; এবং তদবধি আর কেহ তাহাকে প্রশ্ন করিতে সাহস করে নাই । ৬৬*। তদনন্তর যিশু সাধারণলোকদিগকে ও শিষ্যদিগকে সম্বোধন পূৰ্ব্বক বললেন, ধৰ্ম্মশাস্ত্র এবত্তা ও ফিরুসির মূসার আসনে উপবেশন করেন; অতএব তাহারা তোমারদিগকে যাহার অনুষ্ঠান করিতে আজ্ঞা দেন, তাহ যত্ন পূৰ্ব্বক অনুষ্ঠান কর; কিন্তু তাহারদের ব্যবহার অনুযায়ী ব্যবহার করিও না; কারণ তাহারা মুখে বলেন, কাৰ্য্যে করেন না । তাছারা অসহনীয় ক্লেশকর ভার সকল লোকের (৯১) অর্থাৎ দাউদ রাজার বংশীয় * মধি, ২৩ শ অ ১ম শ্লো ।