পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t ११ 1 সে নীচত্ব প্রাপ্ত হইবে; এবং যে কেহ স্বfপনাকে বিনীত করবেন, তিনি উচ্চপদ প্রাপ্ত হইলেন। ৬৭। ক্ষে ভণ্ডতাপস অধ্যাপক ও ফিরুসি সকল । তোমারদিগকে ধিক। তোমরা ধৰ্ম্মরাজ্য লোক সমক্ষে আবদ্ধ রাখিতে ছ; তাহাতে তোমরা অগপনার প্রবেশ কর না, এবং অপর লোককেও প্রবিষ্ট হইতে দাও না । হে ভণ্ডতাপস অধ্যাপক ও ফিরুসি সকল ! তোমারদিগকে ধিক। তোমরা বিধবাদের সৰ্ব্বস্ব গ্রাস কর, এবং ছল পূৰ্ব্বক দীর্ঘ স্তোত্র সকল পাঠ করিয়া থােক ; পরত্রে তোমরা গুরুতর ক্লেশ প্রাপ্ত হইবে । হে ভ গুতাপস অধ্যাপক ও ফিরুসি সকল ! তোমারদিগকে ধিক। তোমরা একটি লোককে আপনারদের পথে আনয়নার্থ পৃথিবী সমুদ্র উল্লংঘন কর; কিন্তু তোমারদের পথে আসিলে আপনারদের অপেক্ষা দ্বিগুণ নারকী করিয়া থাক । হে অজ্ঞানান্ধ পথ প্রদর্শকগণ! তোমারদিগকে ধিক। তোমরা বল যে মন্দির দ্বার শপথ করা কিছুই নয়; কিন্তু মন্দিরস্থ কাঞ্চন দ্বারা যে শপথ, তাহাই সিদ্ধ। হে অন্ধ বিবেচনাশূন্য মনুষ্যগণ! স্বর্ণ মহত্তর, কি স্বর্ণের পবিত্রকারী মন্দির মহত্তর ? তোমরা তার ও বল যে বেদী দ্বার শপথ করা সিদ্ধ নয়, কিন্তু বেদীর উপরিস্থ নৈবেদ্যের দ্বার শপথই সিদ্ধ। হুে