পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I As j জ্ঞানশূৰ্য অন্ধলোকগণ নৈবেদ্য মহত্তর, কি নৈবেদের পবিত্রকারী বেদী মহত্তর? যে কেহ বেদীর স্থার শপথ করে, তাহার বেদীর দ্বারা ও বেদীর উপরিস্থ দ্রব্যাদির দ্বারা শপথ সিদ্ধ হয়। যে কেহ মন্দিরের দ্বারা শপথ করে, তাহার মন্দিরের দ্বারা এবং যিনি মন্দিরে বিরাজমান উপহার দ্বার শপথ করা সিদ্ধ হয়। যে ব্যক্তি বৈকুণ্ঠের দ্বার শপথ করে, তাহার পরমেশ্বরের সিংহাসন দ্বারা এবং স্বযং পরমেশ্বরের দ্বার শপথ করা সিদ্ধ হয় । ৬৮। হে ভণ্ডতাপস অধ্যাপক ও ফিরুসিসকল ! তোমারদিগকে ধিক। তোমরা শাস্ত্রানুযায়ী পোদিন, মধুরিকা এবং জীরকের দশমাংশ উৎসর্জন করিয়া থাক; কিন্তু ন্যায়, দয়া, ভক্তি প্রভৃতি শাস্ত্রেণক্ত প্রধানতর ধৰ্ম্মসকলকে বজন করিয়াছ । এক প্রকার অজ্ঞাকে পালন করিয়া অপর প্রকার আজ্ঞাকে অপালিত না রাখা তোমারদের কৰ্ত্তব্য হইত , হে অন্ধ পথপ্রদর্শক সকল! তোমরা মশককে নিঃসরণ করিয়া ফেল, কিন্তু অনান্নাসে উষ্টকে গ্রাস কর (৯৩)। হে ভণ্ডতাপস অধ্যাপক ও "ফিরুসিগণ! তোমরা পান ও ভোজনপাত্রের (৯৩) অর্থাৎ যাহা দোষই নহে, তাহাকেই তোমার। গ্লাব বল ; অথচ আপনার যথার্থ দুষ্যকাৰ্য্য করিয়! থাক : ,