পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १७ ]८ বহির্দেশকে মাজিত কর, কিন্তু অন্তৰ্ভাগ ব্যসন ও অত্যাচার দ্বারা পূর্ণ রহিয়াছে। হে দৃশ্বহীন কিরুসি ! অগ্ৰে পান পাত্র ও ভোজনপত্রের অন্তর্দেশকে মার্জিত কর, পরে বহির্ভাগকে পরিষ্কার করি ও । হে ভণ্ডতাপস অধ্যাপক ও ফিরুসিগণ ! তোমারদিগকে ধিক। তোমরা শ্বেতচুর্ণলেপিত সমাধিমন্দির সদৃশ, যাহাবাহিরে সুদৃশ্ব,কিন্তু অন্তরে শবস্থি এবং অশুদ্ধ পদার্থ দ্বারা পরিপূর্ণ। তোমরা তদ্রুপ মনুষ্য সমক্ষে ধাৰ্ম্মিক বলিয়া ব্যপদেশ কর, কিন্তু অন্তরে কাপট ও পাপে পূর্ণ রহিয়াছ। হে ভ গুতাপস অধ্যাপক ও ফিরুসিগণ ! তোমারদিগকে ধিক। তোমরা ঋষি ও পুণ্যবান লোকদের সমাধিস্থান প্রস্তুত করিয়া বলিয়া থাক “ যদি আমরা পূৰ্ব্ব পুরুষদের সময়ে জীবিত থাকিস্তাম, তবে আর সুমহাত্মাদের বধজন্য পাপে লিপ্ত হইতাম না । তোমরা আপনারদেরই সাক্ষী হও যে তোমরা সেই মহাত্মাবিনাশকারীদিগেরই বংশজ। পিতৃকৃত পাপের পরিমাণকে তোমরা পূর্ণ কর। হে সৰ্পগণ! হে খলবংশজ লোকসকল! নিরয় হইতে তোমরা কি ৰূপে ত্ৰাণ পাইবে ? & ভূ৯ । আমি তোমারদের নিকট ঋষি, অধ্যাপক, ও জ্ঞানসম্পন্ন লোক সকলকে পাঠাইব; কিন্তু তো