পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ११ } भद्रा उप्था কতক লোককে নিহত করবে; কোন কোন প্ল্যক্তিকে সমাজমধ্যে প্রহার করিবে; এবং কতক লোককে বা এক নগর হইতে অপর-নগরে অত্যাচার পূর্বক নিৰ্ব্বাসিত করবে; তস্বরধৰ্ব্বাত্মা ছাবিল অবধি বেরিখিয়ের পৃক্ত সিখরিয়, হাকে মন্দির ও যজ্ঞবেদীর মধ্যস্থলে নিপাত করিয়াছিলে, তাহার রক্ত পৰ্য্যন্ত সমস্ত ধৰ্ম্মাত্মারশোদ্ভূক্ত তোমারদের উপরি বর্ষিত হইলে (৯৪)। যথার্থ বলিতেছি, বর্তমান লোকদের উপরেই এই সকল ঘটনা ঘটবে। বিরুশালেম! (৯৫) বিরুশালেম! তুমি পুণ্যাত্মাদিগকে বধ কর, এবং তোমার নিকট র্যাহারা প্রেরিত হন, তাহারদের প্রতি উপল নিক্ষেপ করিয়া থাক । কুকুট যেমন স্বীয় শাবকদিগকে পক্ষমধ্যে একত্রিত করে, কতবার আমি তোমার পুত্রদিগকে তদ্রুপ সমবেত করিতে যত্ন করিয়াছি; কিন্তু তুমি জামাঞ্জ বাক্যে কৰ্ণপাত কর নাই । তোমার জনপ্রাণশূন্য আলয় সকলকে দেখ! আমি বলিতেছি, যাবৎ তোমরা পরমেশ্বরের নাম গ্ৰহণ পূৰ্ব্বক ঝিন । (৯৪) অর্থাৎ নির্দোষ অবিরোধী লোকদিগের যে প্রাণঘাত করিয়াছ, তাহার উপযুক্ত শাস্তি প্রাপ্ত হুইলে । (৯৫) বিহুদীদিগের-প্রধান নগরীঃ তুব্রত্য লোকসমষ্টিকে যিশু সম্বোধন করিতেছেন। * o