পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ در ] যাহাক পঞ্চ মুদ্র দিয়া যান, সে ব্যবসায়ের দ্বারা আর পঞ্চমুদ্রা উপার্জন করিল; ষে দুই মুদ্রা প্রাপ্ত হয়, সে তদ্রুপে আর দুই মুদ্র লাভ করিল; কিন্তু যে এক মুদ্রা পাইয়াছিল,সে ভূমি খনন পূৰ্ব্বক প্রভুদত্ত ধনকে প্রোথিত রাখিল । দীর্ঘকাল পরে সেই ভূত্যদের প্রভু গৃহে প্রত্যাগমন করিয়া তাহারদের সহিত হিশাব করিলেন। যে পঞ্চমুদ্রা পায়, সে অতিরিক্ত পঞ্চমুদ্ৰা আনিয়া কহিল ‘প্ৰভো! আমাকে পঞ্চমুদ্রা দিয়াছিলেন; দেখুন, আমি আর পঞ্চমুদ্র উপাজন করিয়াছি।’ তাহার প্রভু কহিলেন ‘উত্তম করিয়াছ, সৎস্বভাব বিশ্বস্ত ভূত্য ! তুমি অপবিষয়ে বিশ্বস্ততা প্রকাশ করিয়াছ, আমি তোমাকে অধিক বিষয়ের অধ্যক্ষ করিব; তোমার প্রভুর মুখাৰ্দ্ধকারী হও । যে দুই মুদ্রা প্রাপ্ত হয়, সে আসিয়া কহিল ‘প্রভো! আমাকে দুই মুদ্রা দেন; দেখুন, আমি আর দুইমুদ্র লাভ করিয়াছি।’ তাহার প্রভু কহিলেন উত্তম করিয়াছ, সৎস্বভাব বিশ্বস্ত ভূত্য ! তুমি অপবিষয়ে বিশ্বস্ততা প্রকাশ করিয়াছ, অতএব তোমাকে অধিক বিষয়ের অধ্যক্ষ করিব ; তোমার প্রভুর মুখাৰ্দ্ধকারী হও” পরে যে একমুদ্রা পায়, সে আসিয়া কছিল ‘প্ৰভো! আমি জানিতাম আপনার হৃদয় কঠিন; আপনি যেখানে বপন করেন নাই,