[ v* ] সেস্থান হইতে আহরণ করেন, এবং যেখানে বিকীর্ণ করেন নাই, সে স্থান হইতে সংগ্রহ করেন; আমি ভীত হইয় আপনার মুদ্রাকে ভূগর্ভে লুক্কায়িত রাখিয়াছি ; দেখুন, আপনার বিষয় ঐ স্থানে আছে । তাহার প্রভু কহিলেন ‘রে দুষ্ট অলস ভূত্য ! তুই ইহা জানিন যে আমি যেখানে রোপণ না করিয়াছি, তথা হইতে আহরণ করি; এবং যেখানে বিকীর্ণ না করিয়াছি, সে স্থান হইতে সংগ্ৰচ করি ? তবে তোর বণিকের হস্তে মুদ্রা অপর্ণ করা উচিত ছিল যে আমি প্রত্যাগমন করিয়া বৃদ্ধি সহিত মুদ্রপুনঃপ্রাপ্ত হইতাম । উছার নিকট হইতে মুদ্রাগ্রহণ করিয়া, যাহার দশমুদ্র হইয়াছে, তাছাকে অপর্ণ কর; কারণ যাহার আছে, তাহাকে প্রদান করিলে তাহার প্রচুর হইবে; আর, যাহার নাই, তাহার যাহা কিছু থাকিবে, তাহাও গৃহীত হইবে। তোমরা এই অকৰ্ম্মণ্য ভূত্যকে অন্ধতমিত্রে নিক্ষেপ কর, যথায় রোদন ও রদন ঘর্ষণ ধনি শ্রুত হয় (১০০) ' ' ৭৩। যৎকালে নরপুত্র পরিশুদ্ধ অমরগণ সহ ঐশ্বর্ঘ্যে পরিবৃত হইয়া আগমন করবেন, তখন (১০০) এই উপমাবাক্যের তাৎপর্য্য এই যে পরমেশ্বর যাহাকে যে ক্ষমত দিয়াছেন, তাহার সেই ক্ষমতার সদ্ব্যবহার কন্তব্য
পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।