পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৬ } থাকিবেন না; তখন তাহার উপবাস করিত্রে (৪৮)*। পুরাতন বস্ত্রে কেহ নুতন বস্ত্রের তালিকা দায় না; কারণ তাহাতে নুতন বস্ত্রাংশ পুরাতন হইতে বিচ্ছিন্ন হইয়া অপকৃষ্টতর ছিদ্র হইতে পারে। আর নুতন মদ্য পুরাতন পাত্রে রাখে না, কারণ তাছা হইলে নুতন মদ্য আধারকে ভেদ করিয়া নষ্ট झ्झ ७वश् ञाथाद्भ७ नकै रुग्न; छूटन यमा छ्टन পাত্রেই রাখা উচিত (৪৯) । ৭৬ । একদা বিশ্রামবারে তিনি শস্যক্ষেত্ৰ দিয়া গমন করিতেছিলেন, এবং তাহার গমনশীল শিষ্যেরা শস্যের কণিশ চয়ন করিতে লাগিল । ফিরু{সর। তাহাকে কহিল ‘বিশ্রামবারে যাহা বৈধ নয়, তাহা আপনার শিষ্যেরা কিকপে করিতেছে?” তিনি কহিলেন, দাউদ ও উহার সহচরেরা প্রয়োজনপরতন্ত্র ও ক্ষুধাৰ্ত্ত হইয়া কি করিয়াছিলেন, তাহা কি তোমরা কুখন পাঠ কর নাই? তিনি কিৰূপে অবিয়াথর নামক প্রধান যাজকের কালে দেবায়তনে প্রবেশ পুৰ্ব্বক যে দর্শনীয়পোলিক ঋত্বিক ব্যতীত অপরের পক্ষে নিষিদ্ধ, তাহা স্বয়ং গ্রহণ করেন, ও পার্ষদদিগকে ভক্ষণ করান, ইহা জান না? তিনি ' -- এই অঙ্ক এবং পশ্চাৎ এইৰূপ অঙ্ক সকলের তাৎপর্য এই যে তত্তৎ সংখ্যাযুক্ত টীক দেখিলে ভাবাৰ্থ প্রাপ্ত হইবে।