[ yసి ! •o রোপিত হয়—যাহারা উপদেশ শুনে, এবং অব্যবহিত পরে পাপপুরুষ আসিয়া তাহারদের চিত্তস্থ উপদেশকে অপহরণ করে, তাহারাই পথিপাশ্বে . বীজ প্রাপ্ত হয় । যাহার উপদেশ শ্রবণ মাত্র আহলাদ পূর্বক গ্রহণ করে, কিন্তু মূলখুন্যতা নিমিত্ত অত্যপকাল উপদেশকে হৃদয়ে রাখে, এবং উপদেশ নিমিত্ত ক্লেশ বা বিপত্তি উপস্থিত হইলে পরিত্যাগ করে,তাহারাই প্রস্তরময় স্থানে বীজ প্রাপ্ত হয় । যাহারা উপদেশ শ্রবণ করে, কিন্তু সংসার চিন্তা, ধনের প্রতারণা, এবং অন্যান্য অসদ্বিষয়ের ইচ্ছা দ্বারা উপদেশ নিস্তেজ হইবণতে ফলোৎপাদন না করে, তাহারাই কণ্টকবনে বীজ প্রাপ্ত হয় । এবঞ্চ র্যাহার উপদেশ আকর্ণন করিয়া গ্রহণ করেন, এবং ত্রিশগুণ, কি ষষ্টি গুণ, অথবা শতগুণ ফলোৎপাদন করেন, তাহারা উর্বর ভূমিতে বীজ *ಆ. ङ्न ' ৮ । তিনি কছিলেন, করণ্ডিকা বা খটুর নিম্নে কি দীপ রক্ষিত হয় (২০)? দীপবৃক্ষ কি তাছার স্বাম নহে? প্রকাশ হইবে না, এমত গুপ্ত বিষয় কিছুই নাই ; বহির্গত হইবে না, এমত লুক্কায়িত বস্তু ", কিছু নাই (৫৭)। যাহার কর্ণ আছে, শ্রবণ লক্ট্ৰীয় তিনি আরও বলিলেন, সাবধান হইয়া শ্রবণ कॅनैं;
পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।