পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-bア উচিত, ইহা যেন আমরা স্মরণ করি, কারণ তাহ। স্মরণ না করিলে আমরা আত্মাভিমানী হইব । ৪ । স্বর্গের আকাঙু যেন আমাদের মনে উত্তরোত্তর বৃদ্ধি পায় । (? - ) মথি ৬; ১১। আমাদের প্রয়োজনীয় আহার অদ্য দেও। প্রথম ভাগ। এই স্থানে আহার কি বুঝায়? প্রতিপা লন বুঝায়। ১। প্রয়োঙ্গনীয় খাদ্য ও প্রেয় দ্রব্য । ९ । उज्ज ७ जानइन । ৩ । উপজীৰিকা । ৪ । যাহার যাহাতে প্রয়োজন, তাহাও বুঝায়। দ্বিতীয় ভাগ । এই সকল ঈশ্বরের নিকটে চাহিতে হয় কেন ? ' ১। কেবল তিনি তাহা দিতে পারেন। আর দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি ও জলপ্লাবন ও অমিদাহ ও যুদ্ধ এই সকলের কত্ত্ব তিনি । এই সকলম্বারা কিম্বা মনুষ্যদের দুষ্টতাদ্বারা অতি ধনি লোকেরও প্রতিপালনের উপায় অনায়াসে নষ্ট হয় । ২ । কেবল ঈশ্বর আমাদিগকে শারীরিক শক্তি দিতে পারেন, তাহা না থাকিলে ধনের কি ফল ? তৃতীয় ভাগ। আমরা ঈশ্বরের নিকটে ঐহিক বর চাহিতে পারি, ইহার প্রমাণ কি ?