পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XR

  • ! ধৰ্ম্ম ।

( ১ ) অর্থাৎ ঈশ্বরের সন্তোষের যোগ্য হওয়া। এবs (২) ঈশ্বরের ন্যায় পবিত্র হওয়া । দ্বিতীয় ভাগ ! ধৰ্ম্ম বিষয়ে ক্ষুধিত ও তষ্ণান্ত লোকের চিহ্ন । *- - ১। সম্মের অভাব প্রযুক্ত তাহার মৰ্ম্মবেদন হয় । (১) সে আপনাকে দোষী ও দণ্ডনীয় জ্ঞান করে। ( ) আমার স্বভাব নিতান্ত মন্দ, ইহাও জানে। (৩) সেই অবস্থ: তাহার অতিশয় ক্লেশজনক বোধ হয় । উদাহরণ । প্রেরিত ২ ; ৩৭ ৯ ; ు | సి , నిరి | ধৰ্ম্ম পাইতে তাহার যত্ন আছে । হিন্দু ও মুসলমান লোকদের মধ্যেও অনেকে ধৰ্ম্ম পাইবার ছলেতে অনেক শ্রম স্বীকার করে { আর যে কেহ সত্যরূপ ধমের আকাড়ী হয়, সে ও তাহ পাইবার জন্যে যত্ন করে । এমন ব্যক্তির বিশেষ চিহ্ন এই ২ • ( ১ ) সে প্রার্থনা করিয়া থাকে । ২ ) সে ধৰ্ম্মোপদেশ শ্রবণ ইত্যাদি পরিত্রাণের সত উপায় আছে, সেই সকলেতে উদ্যোগী হয় । (৩) সে প্রভূ যীশু খ্ৰীষ্টকে সৰ্ব্বাপেক্ষ প্রিয় ও মান্য জ্ঞান করে, কারণ তিনি জীলন দায়ক থাদ; ও জলস্বরূপ । তৃতীয় ভাগ : সেই লোকের ধন্যত। সে তৃপ্ত হইবে, কারণ তাহাকে তৃপ্ত করণার্থে 3.