পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e هيه -৭—প্রচারক উপদেশ দেওন কালে আপনার প্রশ^স। চেষ্টা না করিয়। বরণ যাহাতে পরমেশ্বরের মহিমা প্রকাশ পায় ও পাপি লোক অশ্রুপাত পূৰ্ব্বক আপন পাপহইতে ফিরে এমত যত্ন করুন। এতদৰ্থে প্রচারক শ্রীষ্টের প্রতি দৃষ্টিপাত করুন; তিনি আপন গৌরব অন্বেষণ না করিয়া স্বীয় পিতার গৌরব চেষ্টা করিলেন । ৮–শয়তান আয়ুবের বিরুদ্ধে যেমন সাক্ষ্য দিয়াছিল, তদ্রুপ পাছে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া কহে, যে আমি মনুষ্যের অমঙ্গলের নিমিত্তে যেমন চেষ্টা পাষ্ট্রয়াছি, এই প্রচারক তাহদের মঙ্গলার্থে তাদৃশ যত্ন করে নাই, ইহা মনে করিয়া প্রচারক ঈশ্বরীয়, তাবৎ অস্ত্রশস্ত্রে আপনাকে সুসজ্জিত করুন"। তাহা করিলে তিনি শয়তানের সকল অগ্নিবাণ নিবাণ করিতে সমর্থ হইবেন । ১-উপদেশকের উপদেশে বিদ্যা প্রকাশ পাইলেও তাহাতে যদি গ্রীষ্টের ক্রুশীয় প্রেম প্রকাশ না পায়, তৰে তাহা নিস্কুল। অতএব প্রচারক যীশুর ক্রুশ বিষয়ক প্রসঙ্গে লজ্জিত না হউন ; লজ্জিত হইলে লবণরহিত বিস্বাদু ব্যঞ্জনের ন্যায় তাহার উপদেশ হইবে । ১০—তোমরা যদি এ জগতীয় সুখ ত্যাগ কর, তবে স্বগেতে পরম সুখ প্রাপ্ত হইবা, এব^ যদি ঈশ্বরের ধৰ্ম্মের নিমিত্তে কিছু ব্যয় কর, তবে ইহার ফল স্বগে পাইবা, এই ৰূপ উপদেশ অন্যকে দিয়া উপদেশক ,যদি আপনি কিছু ব্যয় না করেন, এব^ সা^লারিক সুখ • কিঞ্চিৎমাত্র ত্যাগ না করেন, তবে তিনি যে নিজে স্কগীয় মুথের আম্বাদন পাইয়াছেন, ইহা কে বলিতে পারিবে ?