পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৩ ৩ । এ ব? তাহার আজ্ঞা নিকপন্ন করিতে প্রস্তুত ও সমর্থ স্বর্গদূতগণ তাহাকে বেষ্টন করিবেন। দ্বিতীয় ভাগ। দুষ্টদের দণ্ড । , ১ । তিন প্রকার দুষ্ট লোকদের কথা । (১) ঈশ্বরানভিজ্ঞ লোক, অর্থাৎ যাহারা ঈশ্বরের প্রতি মনোযোগ করে না, এব^ তাহার বিষয়ে যাহা জানিতে পারে তাহ মানে না। (২) সুসমাচারের অনাজ্ঞাবহ লোক, অর্থাৎ যাহারা সুসমাচার শুনিয়াও গ্রাহ্য করে না। (৩) পাৰ্ম্মিকদের তাড়নাকারি লোকের) । ২ । দুষ্টদের দণ্ড । যাহার অধিক দুষ্টত তাহার অধিক দণ্ড হইবে, কিন্তু ইহার বিশেষ আমরা জানি না। তাবৎ প্রকার দুষ্ট লোক যে দণ্ড পাক্টবে তাই ার বিবেচনা হইতেছে । (১) তাহারা গ্রীষ্টের সমুথহইতে দূরীকৃত হইয়। "• তাহার নিকটে আর কিছু দয়। পাইবে না। (২) সুন্দ্রনাশের তুল্য ক্লেশ তাহাদিগের দণ্ড হইবে। (৩) সেই ক্লেশ অনন্তকালস্থায়ী। (৪) এব• অতি ভয়ানক, কারণ তাহা জ্বলন্ত অগ্নির দাহ । ੋਲੀਬ ভাগ ! ধাৰ্ম্মিকদের সুখ। ১ । দুষ্ট প্রকার ধামিকদের কথা । (১) যাহারা সুসমাচার গ্রাহ্য করে । (২) যাহারা ধর্মের নিমিত্তে ক্লেশ ভোগ করে। ইহাঁরাও অগ্রে সুসমাচার গ্রাহ্য করে ।