পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Xఫెe আমাদের বড় বোধগম্য নহে। কিন্তু নরাবতার খ্রীষ্টের স্বভাব আমাদের বোধগম্য বটে। (৩) আমাদের প্রার্থনাশ্রবণে এব- উপকার ও লাস্তুনা করণে ঈশ্বর আমাদের সহিত যে সদ্ব্যবহার করেন ও করিয়াছেন তাহার বিবে০৭: (৪) প্রার্থন । - (৫) ঈশ্বরের আজ্ঞাপালন ও র্তাহার লোকদেরপ্রতি প্রেম করণ। শিশুর চলনস্বারা তাহার চলৎশক্তি যেমন বৃদ্ধি পায়, তদ্রুপ ঈশ্বরের প্রতি প্রেম প্রকাশ করণদ্বারা সেই প্রেম বৃদ্ধি পায়। ( * 0) ১ যোহন ৫ ; ১৮ । যে জন ঈশ্বর হইতে জাত, সে পাপাচরণ না করিয়া আপনাকে রক্ষা করে, এবং পাপাত্মা তাতার হানি করিতে পারে না, ইহা আমরা জানি । - আমি ঈশ্বর ছক্টতে জাত কিনা ? ইহা যদি কেহ জানিতে চাহে, তবে এই পদের বাক্যদ্বারা আপনার পরীক্ষা লইলে তাহ জানিতে পারিৰে । প্রথম ভাগ। পুনর্জাত লোক পাপাচরণ করে না । ১। ইহার কারণ এই যে নূতন জন্মদ্বারা সে পবিত্র আত্মাহইতে পবিত্র স্বভাৰ পাষ্টয়াছে। ২। যেমন স্থলে থাকিলে মৎস্য ক্লেশ পায়, তস্কপ পাপের মধ্যে পড়িলে পুনর্জাত লোক ক্লেশ পায়। ৩। সে প্রকাশরুপে পাপ করিতে শীঘু ক্লান্ত হয়। ৪ । সে গুপ্ত পাপ টের পাইবামাত্র ত্যাগ করে ।