পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ যেন উপদেশের সায়কপ্ত শ্রোতাদিগের বোধগম্য কয়ণের উপায় অনুসন্ধান করে । সেই উপায় নানা প্রকার। প্রথম উপায় সামান্য নির্ণয। দ্বিতীয় উপায় শাস্ত্রীয় নির্ণয় । তৃতীয় উপায় অsশানুক্ৰমিক বিবেচন। 'চতুর্থ উপায় মানা উদাহরণ। পঞ্চম উপায় দৃষ্টান্তকথা। এতভিন্ন অন্য ২ উপায়ও আছে, যথা নানা বিষয়ে নানা প্রকার গুণের প্রকাশ, এব^ বিস্তারিত বর্ণনা । উক্ত সকল উপায় দেখাইবার নিমিত্তে আমরা এক উদাহরণ লিখি । বিশ্বাস কি ? ইহা শ্রোতাদিগের বোধগম্য করণের নানা উপায়। প্রথম উপায়, সামান্য নির্ণয়। ঈশ্বরের বাক্য সত্য জান করিয়া তদনুসারে ঈশ্বরের আশ্রয় লওয়া, ইছাই বিশ্বাস । দ্বিতীয় উপায়, শান্ত্রীয় নিণয় । বিশ্বাস প্রত্যাশিত বিময়ের নিশ্চয়কারী ও অপ্রত্যক্ষ বিষয়ের প্রমাণদাতা । ইব্রীয় ১১ , ১ । p তৃতীয় উপায়, অনশানুক্রমিক বিবেচন। যে কেহ বিশ্বাস করে, লে প্রথমে ঈশ্বরকে সত্যবাদী জ্ঞান করে, পরে আমি পাপী এৰণ নরকের যোগ্যপাত্র, ইহা স্বীকার করে। পরে পাপের মাৰ্জ্জনা না পাইলে আমার সৰ্ব্বনা অবশ্য হইবে, ইহা বুকে। পরে খ্ৰীষ্ট পাপিদের প্রতি দয়া করেন, অতএব আমার প্রতিও দয়া করিবেন, এমন ভরসা করে। পরে শ্রীষ্টের মৃত্যুম্বারা পাপের প্রায়শ্চিত্ত করা গিয়াছে, অতএব তাহাঙ্কায়। আমারও পাপক্ষম হইতে পারে, ইহা বুৰে। পরে প্রার্থনা