পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ দ্বারা কি ৰিৰেকশক্তিদ্বারা কি বুদ্ধিদ্বারা কি পরীক্ষৗম্বারা যাহা অবগত হইতে পারে, সেই সকল প্রমাণ । দ্বিতীয়, শাস্ত্রীয় প্রমাণ, অর্থাৎ ধৰ্ম্মপুস্তুকের বচনৰূপ প্রমাণ। তৃতীয়, উদাহরণরূপ প্রমাণ। সেই উদাহরণ শাস্ত্রোকৃত হইতে পারে, এবণ অন্য ২ প্রকারও হইতে পারে। কোন ২ উদাহরণদ্বার উপদেশের সারকথা শ্রোতাদের বোধগম্যমাত্র হয়, অন্য ২ উদাহরণদ্বারা তাহার প্রামাণ্য প্রকাশ পায়। এই দুই প্রকার উদাহরণের মধ্যে কিছু বিশেষ আছে। এই তিন প্রকার প্রমাণ ব্যতিরেকে নানা মনুষ্যের সাক্ষ্যরূপ যে প্রমাণ, তাহার প্রতিও মনোযোগ কর। কখনো ২ ভাল হয় । o ৫ । ধান করণ সময়ে প্রচারকের পঞ্চম কৰ্ম্ম এই, যেন শ্রোতাদের মন আকর্ষণ করণের উপায় অনুসন্ধান করে। • , শ্রোতাদের মন আকর্ষণ করণের নিমিত্তে তাহাদিগকে লভ্য ফলাফল দেখাইতে হয়, যেহেতুক যাহাহইতে কুফল জন্মে, তাহা সকলের মৃণাৰ্ছ ৰোধ হয় ; এবণ যাহাহইতে সুফল জন্মে, সকলে তাহার ইচ্ছুক হয়। যে । সুফল কিম্বা যে কুফল অন্য লোকের প্রতি বৰ্ত্তে, তাহার অনুসন্ধান প্রচারক করিবে না, কিন্তু নিজ শ্রোতাদের প্রতি যে ফল বৰ্ত্তে, তাহারই অনুসন্ধান করিবে । সুফল তিন প্রকার, প্রথম ঐহিক সুখ ও লাভ, দ্বিতীয় মনের সাম্বন ও আনন্দ ও সুস্থিরতা, তৃতীয় ঈশ্বরের আজ্ঞা পালনার্থে যে শক্তি ও উদ্যোগ আবশ্যক আছে,