পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8X ৰূপে জ্ঞান করে, এব^ আমার মনকে লওয়াটতে নিতান্ত চেষ্টা করিতেছে, ইহা যেন শ্রোতা বুদিঝতে পারে, এমত যত্ন করা প্রচারকের কৰ্ত্তব্য। সে যদি আপনি উদ্যোগ না দেখায়, তবে শ্রোতার উদ্যোগ কিরূপে জন্মিতে পারে ? অতি প্রিয় লোকের প্রাণরক্ষার্থে যেমন সকলে উদ্যোগ পূৰ্ব্বক কথা কহে, তদ্রুপ শ্রোতাদের পরিত্রাণার্থে তাহাদের নিকটে উদ্যোগপূৰ্ব্বক সুসমাচার প্রচার করা প্রচারকের উচিত । ( ৪ ) আর এই কথা সত্য ও গুরুতর এবণ আমার হিতজনক বটে, ইহা যেন শ্রোতাকে মনে ২ স্বীকার করিতে হয়, এমন চেষ্টা করণ প্রচারকের উচিত । (৫) আর শ্রোতারা যেন ক্লান্ত না হয়, এই জন্যে অতি দীর্ঘকাল পর্য্যন্ত উপদেশ করিবে না, কেবল আদ্ধ ঘণ্টা কিম্বা পৌনে এক ঘণ্টা পৰ্য্যন্ত উপদেশ দিবে। (৬) আর আমি প্রভূ যীশু গ্রীষ্টের দূত, ইহা সৰ্ব্বদা স্মরণ করিয়া কেবল সুসমাচার অনুযায়ি কথা প্রচার করণের চেষ্টা করা প্রচারকের অতি উচিত। উপদেশ দেওয়া অতি গুরুতর কৰ্ম্ম, যেহেতুক তাহ। ঈশ্বরের আজ্ঞাপিত, এব^ তাহ নিয়ুল থাকিলে শ্রোতার সৰ্ব্বনাশ ও নরকগমন হয়, কিন্তু সফল হইলে তাহার অনন্তকালীয় পরিত্রাণ হয়। অতএৰ উপদেশ প্রস্তুত করণে এব^ উপদেশ দেওনে যেন পবিত্র আত্মা তাহার সহায় হন, এব^ সেই উপদেশ যেন প্রথমে তাহার নিজের পক্ষে, পরে শ্রোতাদের পক্ষেও ফলবান হয়, এই নিনিত্তে প্রার্থনা করা প্রচারকের অতি আবশ্যক ।