পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) যদ্যপি ধৰ্ম্মপুস্তকে পাওয়া যায় না, তথাপি পূৰ্ব্বকালীয় গ্রীষ্টীয়ান লোকদের রচিত নানা গ্রন্থে পাওয়া যায়। দ্বিতীয় ভাগ । পীলাতের দোষ । ১ । পীলাত যিহুদীয়দের হইতে ভৗত ছিল, অর্থাৎ 及1 আমি পূন্দ্রে তাহাদিগের অতিশয় উপদ্রব কৱিয়াছি, অতএৰ তাহারণ যদি আমার নামে নালিশ করে, তবে সেই উপদ্রব প্রকাশ পাইলে আমি অবশ্য পদচ্যুত হইয়া দণ্ড পাইব, এই রূপ ভয় করিল । সে ঈশ্বর এব৯ জগতের লোক, উভয়কে তুষ্ট করিতে চেষ্টা করিল। ইহার প্রমাণ । (১) প্রথমে সে আপনি বিচার না করিয়া হেরোদের এব^ যিহুদীয়দের উপরে সেই বিচারের ভার দিতে চাহিল । e (২) পরে যীশু এব^ বরব্বা, ইহাদের মধ্যে কাছার রক্ষা হইবে, তাহ নিশ্চয় করিতে যিস্থদীয়দিগকে অনুমতি দিল । (৩) পরে গ্রীষ্টের প্রাণদণ্ড যেন করিতে না হয়,এই আশাতে র্তাহাকে কশাদ্বারা প্রহার করাইল । (৪) শেষে তাছার প্রাণদণ্ড করিয়াও আপনার অসম্মতি দেখাইবার জন্যে আপন হস্ত ধুইল। তৃতীয় ভাগ। পালাতের আচরণের ফল । > || সে যীশুকে রক্ষা না করিয়া তাহার ক্লেশ্ন অতিশয় বাড়াইল । o