পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゲー● ২ । ফৗলিকসের ভয় নিস্কুল রহিল । তাহার কারণ এই ২ । (১) সে বিলম্ব করিল। আমি কখনো পাপ ত্যাগ করিব না, এমন কথা না বলিয়া সে মনে ২ বলিল, আমি আরও বিলম্ব করিব । (২) সে মিথ্যা ওজর দ্বারা আপনাকে ভুলাইল, অর্থাৎ সন্ত্ৰত আমার অবকাশ নাই ইহা বলিল । { ৩ ) সে ভয় করণের সময়েও লোভ ও পরস্ত্রী এই দুইয়েতে আসক্ত রহিল। চতুর্থ ভাগ .প্রবোধকথা । ১ । পাপের বিষয়ে আমার মনে বার ২ ভয় হস্তয়াছে, অতএব বোধ হয় আমার মনঃপরিবত্তন স্ক ষ্টয়াছে, এমন কথা কেহ যেন না বলে। । আমি শেষে ঈশ্বরের প্রতি ফিরিব, কিন্তু সন্ত্রত ফরিতে পারি না, এমন কথা যেন কেহ না বলে।

  • : * ! পেীলের কথা ।

প্রেরিত ২৭ ; ২৩ ৷ প্রথম ভাগ । পৌল ঈশ্বরের লোক ছিল, ইহার প্রমাণ। ১ । সে ঈশ্বরের সৃষ্ট বস্তু ছিল । ং । খ্ৰীষ্ট আপন প্রাণ ব্যয় করিয়া তাহাকে কিনিয়াছিলেন, আর পোল তাহ বুঝিয়া ঈশ্বরের লোক হইতে স্বীকার করিয়াছিল । ৩ । পৌল ঈশ্বরের দাস হইয়। র্তাহাদ্বারা বিশেষ কৰ্ম্মে নিযুক্ত হইয়াছিল।