পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ ! S} | 8 | & | ৮২ ঈশ্বর আমাদের পিতা। ( ১ ) তিনি আমাদের সৃষ্টিকৰ্ত্ত ও প্রতিপালনকৰ্ত্ত । * (২) তিনি প্রভূ যীশু গ্রীষ্টের অনুরোধে বিশ্বাসি লোককে আপন পোষ্যপুত্ররূপে জ্ঞান করেন, সুতরাণ তাহার প্রতি স্নেহ করেন ও তাহার মঙ্গলের চেষ্টা করেন । তিনি পিতা হওয়াতে প্রার্থনার সময়ে আমাদের উচিত, যেন, ( ১ ) তাহtর সমাদর করি। (২) তাহার আজ্ঞ মানিতে সম্মত হই। (৩) তাহার শক্তিতে ও জ্ঞানেতে ও স্নেহেতে বিশ্বাস করি । (৪) সরলতা ও প্ৰেমপূৰ্ব্বক ভঁাহাকে আপন ২ মনের কথা কহি। তিনি আমাদের অর্থাৎ অনেকের পিতা " " ( ১ ) আমরা বিন! ঈশ্বরের আরও অনেক সন্তান এই জগতে অাছে, ইহা মনে করিতে হয়। .(২) ঈশ্বরের যত সন্তান আছে, তাহারা সকলে সমানরূপে র্তাহার প্রিয়, অতএব তাহাদিগকে প্রেম কর। এধ °N তাহাদের জন্যেও প্রার্থনা করা আমাদের উচিত। তিনি স্বগেতে আছেন, অতএব ইহা মনে স্থির কল্লিত্তে হয়, যে (১) তিনি অতি পবিত্র।