পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

نقة سيb (২) তিনি সৰ্ব্বোপরিস্থ ও সৰ্ব্বশক্তিমান । (৩) উাহার স্বগীয় বাসস্থানই আমাদের পৈতৃক বাটীস্বৰূপ, অতএব আমরা শেষে সেই স্থানে যাইব । (> 8) মথি ১: ৯। তোমার নাম পূজ্য হউক। প্রথম ভাগ। ঈশ্বরের নাম কি? ঈশ্বরের নাম,এই শব্দের নানা অর্থ আছে, তাহার মধ্যে দুই অর্থ প্রধান । ১। ঈশ্বরের স্বভাব এব^ তাহার ষে বর্ণনা মনুষ্যের বোধগম্য হয়, তাহাই ঈশ্বরের নাম। যাত্রাপুস্তক 38 ; S, ২। ঈশ্বরের মহানাম অর্থাৎ মনুষ্যদের নিকটে তা হার সুখ্যাতি ও মান। দ্বিতীয় ভাগ। সেই প্রার্থনার অভিপ্রায় কি? প্রথম অভিপ্রায়, সকলে যেন ঈশ্বরকে, জানে। ১। অনেকে ঈশ্বরকে জানে না, ইহার উদাহরণ। ( ১ ) নাস্তিক, (২) দেবপূজক ও বিধৰ্ম্মি, (৩) অজ্ঞান, ও (৪) অপুনর্জাত লোক সকল। ২। ঈশ্বরকে জানাইবার উপায় । (১) অনেক স্থানে সুসমাচারের প্রচার । .(২) দুষ্টদের দমন ও ভবিষ্যদ্বক্তৃগণের বচন সফল করণ ও প্রার্থনা শুৰণ ইত্যাদি কৰ্ম্মম্বার ঈশ্বরের স্বভাবের প্রকাশ ।