পাতা:সেঁজুতি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সেঁজুতি

নিরুদ্দেশ যাত্রীর ললাটে
স্পর্শ দিক্‌ আশীর্বাদ তব,
নিক্‌ সে নূতন পথে যাত্রার পাথেয় অভিনব;
শেষ দণ্ডে ভরে দিক্‌ তার কান
অজানা সমুদ্রপথে তব নিত্য অভিসার গান॥

শান্তিনিকেতন
২৬।৪।৩৭


৩০