পাতা:সেঁজুতি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সেঁজুতি

ইতিহাসের গ্রন্থে আরাে খুলবে নতুন পাতা,
নতুন রীতির সূত্রে হবে নতুন জীবন গাঁথা।
যে হােক রাজা যে হােক মন্ত্রী কেউ র’বে না তা’রা,
বইবে নদীর ধারা,
জেলেডিঙি চিরকালের, নৌকো মহাজনী,
উঠবে দাঁড়ের ধ্বনি।
প্রাচীন অশথ আধা ডাঙায় জলের ’পরে আধা,
সারারাত্রি গুঁড়িতে তার পান্‌সি রইবে বাঁধা।


তখনাে সেই বাজবে কানে যখন যুগান্তর
“এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যিখানে চর।

আলমােড়া
২৫ মে, ১৯৩৭


৩৭