পাতা:সেঁজুতি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সেঁজুতি
চল্‌তি ছবি


রোদ্দুরেতে ঝাপসা দেখায় ঐ যে দূরের গ্রাম
যেমন ঝাপসা না-জানা ওর নাম।
পাশ দিয়ে যাই উড়িয়ে ধূলি, শুধু নিমেষতরে
চল্‌তি ছবি পড়ে চোখের ’পরে।


দেখে গেলেম, গ্রামের মেয়ে কলসি-মাথায়-ধরা,
রঙিন-শাড়ি-পরা,
দেখে গেলেম, পথের ধারে ব্যবসা চালায় মুদি;
দেখে গেলেম, নতুন বধূ আধেক দুয়ার রুধি’
ঘোমটা থেকে ফাঁক ক’রে তার কালো চোখের কোণা
দেখছে চেয়ে পথের আনাগোনা।
বাঁধান বটগাছের তলায় পড়তি রোদের বেলায়
গ্রামের ক’জন মাতব্বরে মগ্ন তাসের খেলায়।

৩৮