এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সেঁজুতি
ঘর ছাড়া
তখন একটা রাত,—উঠেছে সে তড়বড়ি,
কাঁচা ঘুম ভেঙে। শিয়রেতে ঘড়ি
কর্কশ সংকেত দিল নির্মম ধ্বনিতে।
অঘ্রাণের শীতে
এ বাসার মেয়াদের শেষে
যেতে হবে আত্মীয়-পরশহীন দেশে
ক্ষমাহীন কর্তব্যের ডাকে।
পিছে পড়ে থাকে
এবারের মতো
ত্যাগযােগ্য গৃহসজ্জা যত।
জরাগ্রস্ত তক্তপােস কালিমাখা শতরঞ্চ পাতা;
আরামকেদারা ভাঙা-হাতা;
পাশের শােবার ঘরে
হেলে-পড়া টিপয়ের ’পরে
পুরােনাে আয়না দাগ-ধরা;
পােকা-কাটা হিসাবের খাতা-ভরা
৪২