পাতা:সোনার তরী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রত্যাখ্যান।
১৪৩

কাহার আশে দুয়ারে কর
হানিছ?
না জানি তুমি কি মোরে মনে
মানিছ?
রয়েছি হেথা লুকাতে লাজ,
নাহিক মোর রাণীর সাজ,
পরিয়া আছি জীর্ণচীর
রাসনা।
অমন দীন-নয়নে তুমি
চেয়ে না!

কি ধন তুমি এনেছ ভরি’
দু’হাতে?
অমন করি’ যেয়ো না ফেলি'
ধূলাতে!
এ ঋণ যদি শুধিতে চাই,
কি আছে হেন, কোথায় পাই,
জনম তরে বিকাতে হবে
আপনা!
অমন দীন-নয়নে তুমি
চেয়ো না!

ভেবেছি মনে ঘরের কোণে
রহিব।