পাতা:সোনার তরী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

বন্ধন।


বন্ধন? বন্ধন বটে, সকলি বন্ধন
মেই প্রেম সুখতৃষ্ণা; সে যে মাতৃপাি
স্তন হতে স্তনান্তরে লইতেছে টানি’,
নব নব রসস্রোতে পূর্ণ করি’ মন
সদা করাইছে পান! স্তন্যের পিপাসা
কল্যাণদায়িনীরূপে থাকে শিশু মুখে-
তেমনি সহজ তৃষ্ণা আশা ভালবাসা
সমস্ত বিশ্বের রস কত সুখে দুখে,
করিতেছে আকর্ষণ, জনমে জনমে
প্রাণে মনে পূর্ণ করি গঠিতেছে ক্রমে
দুর্লভ জীবন; পলে পলে নব আশ
নিয়ে যায় নব নব আস্বাদে আশ্রমে।
স্তন্যতৃষ্ণা নষ্ট করি মাতৃবন্ধপাশ
ছিন্ন করিবারে চাস্‌ কোন্ মুক্তিভ্রমে!