পাতা:সোনার তরী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অক্ষমা।


যেখানে এসেছি আমি, আমি সেথাকার,
দরিদ্র সন্তান আমি দীন ধরণীর!
জন্মাবধি যা পেয়েছি সুখদুঃখভার
বহু ভাগ্য বলে তাই করিয়াছি স্থির।
অসীম ঐশ্বর্য্যরাশি নাই তাের হাতে
হে শ্যামলা সর্ব্বসহা জননী মৃণ্ময়ী!
সকলের মুখে অন্ন চাহিস্‌ যােগাতে,
পারিস্‌ নে কতবার,-কই অন্ন কই
কাঁদে তোর সন্তানেরা স্নান শুষ্ক মুখ;-
জানি মাগাে, তাের হাতে অসম্পূর্ণ সুখ,
যা-কিছু গড়িয়া দিস্ ভেঙ্গে ভেঙ্গে যায়,
সব তা’তে হাত দেয় মৃত্যু সর্ব্বভুক্‌,
সব আশা মিটাইতে পারিস্‌নে হায়
তা বলে’ কি ছেড়ে যাব তাের তপ্ত বুক!