পাতা:স্ত্রী-রোগ.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ot স্ত্রী-রোগ . চিকিৎসা করিরা তাহাকে দেখান হয় যে, উফরেকূটনী (Oophorectomy) অস্ত্রোপচার যথারীতি সম্পন্ন করা হইয়াছে। রোগিণী৪ জাহাই বিশ্বাস করিয়া সুস্থত লাভ করে। অপর এক শ্রেণীর রোগিীর অতিরিক্ত মাত্রায় অধস্তুচিক প্রণালীতে মরফিয়া প্রয়োগ না করিলে জগু৮ ধার ইত্যাদির বেদন উপশম হয় না, তাহাদিগের মধ্যে কাছাকেও ধ! কেবলমাত্র জলেৰ পিচকারী প্রয়োগ করায় রজনীতে স্বনিদ্র এবং পরদিবস সুস্থতা লাভ করিতে দেখ। গিয়াছে । * সারকোর মতে অণ্ডাধার হইতে হিষ্টিরিয়ার এবং হিষ্টিরোএপিলেপল্লীর আক্রমণ আরম্ভ হয়। অণ্ডাধারের উপরে সামান্ত পরিমাণ সঞ্চাপ প্রয়োগ করিলে “হিষ্টিবিকেল অরার” আরম্ভ এৰং অধিক সঞ্চাপে নিবৃত্তি ও আক্ষেপ মারস্ত ইষ্টয়া থাকিলে তাহার ভোশকাল অল্প হয়। কুচুকীর উপবে মুষ্টি বদ্ধ কণিয়া স্থায়ী সঞ্চাপ, প্রয়োগ করা উচিত। এইরূপ সঞ্চাপে শোণিতবাহিক সঞ্চাপিত হওয়ায় জরায়ুর লগুণবেগ হ্রাস হয় । রজঃকৃচ্ছ্ব পীড়ার বেদন নাভির নিম্ন হইতে জামুসন্ধির উৰ্দ্ধ পর্যাস্ত বিস্তু গু হইতে পারে । অগ্র কপালে বেদন প্রভৃতি প্রত্যাবর্তক ক্রিয়ার ফল । জেলিটোকুরাল স্নায়ুর ক্রুরাল শাখা কত্ত্বক উরুর অভ্যস্তরাংশের যে স্থান প্রতিপালিত হয়, সেই অংশেই অনেক সময়ে বেদন হয় । বক্তঃকুছু পীড়ার বিশুদ্ধ বৈজ্ঞানিক শ্রেণী বিভাগ হইতে পারে কি ন সন্দেহ । কেবল রোগ নির্ণয় ও চিকিৎসা সম্বন্ধে বিশেষ আমুকুলা হইতে পারে এমতভাবে স্থলতঃ শ্রেণী বিভক্ত হয় । চিকিৎসা সময়ে ইহাই, বিবেচনা কৰ্ত্তব্য যে, রজঃক্কছু পীড়ার কারণ সমূহ জরায়ু অপেক্ষী অঞ্চাধারে ও তৎসংশ্লিষ্ট বিধানেই বর্তমান থাকার সম্ভাবনা । বেদন মণ্ডাধারের বেদনার প্রকৃতিবিশিষ্ট হইলে,*ৰওঁধাবের রক্তাধিক, লতাবস্থা, চৈতন্তাধিক্য এবং স্থানভ্রষ্টতার বিষয় অনুসন্ধান