পাতা:স্ত্রী-রোগ.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থকারের ভূমিকা। ইউরোপের তুলনায় বঙ্গদেশে অল্পদিন মাত্র স্ত্রীরোগ চিকিৎসাশাস্ত্রের পর্য্যালোচনার আরম্ভ হইয়াছে সত্য কিন্তু জাতীয় ভাষার তদ্বিষয়ক উপযুক্ত গ্রন্থাভাব বশতঃ তাহাও উচিতরূপে পরিস্ফুট হইতে পারিতেছে না। উক্ত অভাব আংশিক দূরীকরণ মানসে স্বপ্রসিদ্ধ ডাক্তার শ্ৰীযুক্ত ম্যাকনাটোন জোন্স মহাশয়ের সন্মতিক্রমে র্তাহার স্ত্রীরোগ গ্রন্থ অবলম্বনে ও অদ্যান্ত ইংরাজি গ্রন্থের সাহায্যে, ছাত্র ও চিকিৎসক—উভয় শ্রেণীস্থ লোকের উপযোগী হুষ্টতে পারে এমত ভাবে এই গ্রন্থ সঙ্কলন করিলাম। কলিকাত মেডিকেল কলেজের ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ চিকিৎসা শাস্ত্রের অধ্যাপক ব্রিগেট সার্জন লেপ্টেলেণ্ট কর্ণেল শ্ৰীযুক্ত ডাক্তার জুবার্ট মহাশয়ের ইডেন হস্পিটালের এবং বাহিরের চিকিৎসা কাৰ্য্যসহ দীর্ঘকাল সংলিপ্ত থাকায় যে অভিজ্ঞতা লাভ করিয়াছি, যথোপযুক্ত স্থলে তাহা ও বিবৃত করিয়াছি । অল্প স্থানে বহু বিষয়ের আলোচনার সুবিধার্থ ভাষা শুদ্ধির প্রতি লক্ষ না করিয়। সরলভাবে, অল্প কথায়, অধিক বিষয় পরিব্যক্ত করিতে যত্ন করিয়াছি ; তাহাতে কোন কোন স্থলে ভাষা বিষয়ে কোনরূপ অশুদ্ধি পরিলক্ষিত হওয়া অসম্ভব নহে। পাঠক মহাশয়গণ অনুগ্রহ পুৰ্ব্বক তাহা পরিজ্ঞাত করিলে অত্যন্ত বাধিত হইব এবং ভবিষ্যতে সংশোধন জন্ত যত্ন করিব ।