পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জরায়ুর পলিপস্ । ቖ ሕፃ কৰ্ত্তন করিয়া বহির্গত কুরিবে। বিটুপদেশের মুধ-রেখায় এক পার্থে কৰ্ত্তন করিয়া বহির্গমন পথ প্রশস্ত করিলেওসহজে ধৰ্গিজ হুইতে পারে। রাউশ্বের {Routh's wire conductor ) তায় পরানের যন্ত্র স্বারাও পলিপসের বৃন্তে সহজে তার পরিবেষ্টন করা যায়। ইহাতেও এক্রেজিয়ার দ্বারা কৰ্ত্তন করা আবশ্বক। -* ম্যাকনাটোন জোন্স এক প্রকার পলিপটোম প্রস্তুত করিয়াছেন, তস্থার সহজে পলিপস্ কাট। যাইতে পারে। ঐ সমস্ত যন্ত্র না পাইলে অল্প উপায় অবলম্বন কর্তব্য । সামান্ত লেবুর অনুরূপ আকৃতির সৌত্রিক পলিপস্ দস্তযুক্ত প্রশস্ত ফরসেপল দ্বার ধরিয়া মোচড়াইয়। ছিন্ন এবং বহির্গত করিতে যত্ন করাই সহঞ্জ বৃস্ত ইত্যাদি সহজে দেখিতে না পাইলে ডকবিল স্পেকুলম প্রবেশ করাইয়া সহজেই ফরসেপ দ্বারা ধরা যাইতে পারে । মধ্যমাকৃতির কৌষিক পলিপস্ হইলে ঐরুপে ধরিলে ফরসেপ্ৰস্তু খুলিয়া যাওয়ার আশঙ্কা থাকে, তজ্জন্ত পলিপসের এক পাশ্ব দিয়া অঙ্গুলী প্রবেশ করাইয়। বৃস্ত পর্য্যন্ত লইয়া যাইবে, তৎপর উক্ত অঙ্গুলীর সাহায্যে গোল অস্ত বিশিষ্ট বক্র প্রশস্ত কঁাচি প্রবেশ করাইয়। তদুরা বুস্ত কৰ্ত্তন করিবে । তৎপর পলিপস্ হুবিধা মত ঘুরাইয়া দৃঢ় ভলসেল দ্বারা আকর্ষণ করিয়া বহির্গত করিবে। পলিপস্ আরও বড় হইলে অঙ্গুণীর সাহায্যে কাচি দ্বারা কৰ্ত্তন করা অসম্ভব। এইরূপ স্থলে এক্রেজিয়ারের তার অঙ্গুণীর সাহায্যে অৰ্ব্বদের পরিধির সর্বাপেক্ষা প্রশস্ত স্থানের অল্প উপরে পরিবেষ্টন করিয়া, দিয়। যথারীতি কৰ্ত্তন করিবে । অৰ্জুদের প্রশস্ত অংশের উপরে তার পরিবেষ্টন করিলেই তার কষার সময় তাহ খলিত হইয়া কৃষ্ঠ সন্নিকটে উপস্থিত হয়, স্বতরাং বুস্ত স্থানেই কর্তিত হয়। তৎপর পলিপস্ বহির্গত করিতে হয়। যোনিদ্বার প্রশস্ত থাকিলে ভলসেল দ্বার। -আকর্ষণ করিয়া সহজেই বহির্গত করা যায়। কিন্তু যোনি-দ্বার সংকীর্ণ