পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > R স্ত্রী-রোগ । ইত্যাদি গৰ্ভ, সৌত্রিক অৰ্ব্বদ বা মন্ত কারণে উপস্থিত হইতে পারে । এই সমস্ত লক্ষণের উপর নির্ভর করা যাইতে পারে না । গর্ভ মধ্যে ভ্রণ বিনষ্ট হইয়া আবদ্ধ, হাইডেটফরম মোল ও প্লাসেণ্ট প্রিভিয়ার সহিতও গোলযোগ উপস্থিত হইতে পারে। আৰ্ত্তব স্রাব রোধ, জরায়ুর অৰ্ব্বদের বিষমকার ও গর্ভের নির্দিষ্ট সময়ে যত বৃহৎ হওয়া আবখ্যক তদপেক্ষা বৃহৎ হইলেও যদি গর্ভ হওয়ার সম্ভাবনা থাকে, তবে ক্রণের হৃৎপিণ্ডের শব্দ পাওয়ার আশায় কতক দিবস অপেক্ষা করা উচিত । জরাযুর অৰ্ব্বদের চিকিৎসা। জরায়ুর অৰ্ব্বদের দুই প্রকার চিকিৎসা প্রণালী অবলম্বন করা যাইতে পারে। ( ১ ) উপশমার্থে ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন । (২) অস্ত্রোপচার দ্বারা অৰ্ব্বদ দুীকরণ। উপশমার্থে নিম্নলিথিত কয়েকটা বিষয় লক্ষ্য করিয়া উপায় অবলম্বন করিতে হয় । ১ । রক্তাবেগ ও রক্তাধিক্যের হাস । ২ । যোনির স্রাব রোধ । ৩। অৰ্ব্বদ শোষণ । ৪ । বেদন নিবারণ ও মল-মূত্রাশয়ের কষ্টের উপশম । রক্তাবেগ ও রক্তাধিক্যের হ্রাস —এই উদ্দেন্তে একষ্ট্রাক্ট লিকুইড,আগট, হাইড্রেষ্টিল ষ্টপটিসিন, ডিজিটেলিস্, আইওডাইড অফ পটাশ, ব্রোমাইড অফ সোডিয়ম এবং পটাশিয়ম প্রভৃতি ব্যবস্থ৷ করিতে হয় । e সিরপ অফ ল্যাক্টোফসফেট অফ লাইম এবং সিরপ অফ হাইপোফলফাইটস একত্রে ব্লii মাত্রায় প্রত্যহ তিন বার প্রয়োগ করিলে