পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:२२ স্ত্রী-রোগ । তাঙ্গ অস্ত্রোপচারকের সন্নিকটে একটা টেবেলে রক্ষিত কাচ পাত্রে পচননিবারক জল মধ্যে নিমজ্জিত রাখিবে । যে সমস্ত অস্ত্র অাবগুক হওয়ার সম্ভাবনা, তাহা উক্ত টেবেলের অল্প ব্যবধানে ঐরুপ প্রণালীতে রাখিতে হুইবে । সমস্ত অস্ত্র এক খণ্ড পরিস্কার মলমল দ্বারা আবুত করিয়া স্ত্র দ্বারা বন্ধন করত: হাড়ীর মধ্যে নিমজ্জিত এবং সংলগ্ন সূত্র উপরে রাখিলে হাড়ী হইতে অস্ত্র বহির্গত করার সুবিধা চইতে পারে । স্পঞ্জ সম্বন্ধে অধিকতর সতর্ক হওয়া আবশু্যক । স্পঞ্জের সংখ্যা ন৷ মিলাইয়। সহসা বলা হইল—উদরের অভ্যস্তরে তার স্পঞ্জ নাই— চিকিৎসক উদরের কৰ্ত্তন বন্ধ কবিগ্লেন । অথচ উদরগহবরে তাজ্ঞাত ভাবে একখণ্ড স্পঞ্জ রছিল । এইরূপ ঘটনায় রোগিণীর মৃত্যু হওয়ার বিষয় গ্রন্থকার স্বয়ং অবগত আছেন । তজ্জন্ত স্পঞ্জের সংখ্যার বিষয় বিশেষরূপ সতর্ক হওয়া উচিত । সে স্পঞ্জ তাম্ভ তাস্ত্রেপচারে ব্যবহৃত হইয়াছে, তাহ। অপর অস্ত্রোপচারে ব্যবহার করা অপেক্ষা বরং নষ্ট করাই ভাল । অভাব পক্ষে বিশেষরূপে সিদ্ধ ও শোধন করিয়৷ তৎপর ব্যবহার করিতে হয় । বিশুদ্ধ উৎকৃষ্ট স্পঞ্জ না থাকিলে নুতন পোলাই মলমল ক্ষারজলে উত্তমরূপে সিদ্ধ করিয়া সমস্ত ম{ড় ময়লা ইত্যাদি পরিষ্কার করতঃ শুস্ক করিয়া পুনৰ্ব্বার কাৰ্ব্বলিক বা সবলাইমেট দ্রবে নিমজ্জিত করিয়া রাখিবে । পরে শুষ্ক করিয়া লইয়। স্তরে স্তরে বিদ্যস্ত এবং ক্ষুদ্র ক্ষুদ্র চতুষ্কোণ খণ্ডে কৰ্ত্তল ও প্রত্যেক কোণে সেলাই দ্বারা স্তর সমস্ত একত্রে আবদ্ধ করিয়া পুনৰ্ব্বার পচননিবারক দ্রব মধ্যে নিমজ্জিত ও আবৃত রাপিবে। এই পচননিবারক জল মধ্যে মধ্যে পরিবর্তন করিতে হয়। ব্যবহার করার পূৰ্ব্বে আর একবার উষ্ণ ੋਣ জলে সিদ্ধ করিয়া নিংড়াইয়া লইতে হয় । আমাদিগের পক্ষে ইহাই সুলভ এবং উৎকৃষ্ট । এই পরিষ্কৃত মলমল স্তর এমত ক্ষুদ্র করিয়া কৰ্ত্তন করিতে হয় যে, তাহার গোল পাকাইয়।