পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

❖ፃo স্ত্রী-রোগ । ক্যানসার ব্যাপিলাস ( cপ্রাটোজোন-Protozoon ) হইতে ক্যানসারের উৎপত্তি হয়, কিন্তু এই সিদ্ধান্ত বর্তমান সময় পর্যন্ত সপ্রমাণিত হয় নাই। ক্যানসার ব্যাসিলাস হইতে পীড়ার উৎপত্তি হইলে টীকা স্বারাও ইহা উৎপাদিত হইতে পারে । আরস্তেই সাৰ্ব্বাঙ্গিক,কিম্ব প্রথমে স্থানিক পীড়া রূপে ক্যামসার পীড়ার উৎপত্তি হইলে তৎপর সর্বাঙ্গে পরিব্যাপ্ত হয় কি না, তাহা সন্দেহের বিষয় । গ্রীবার এবং দেহের—এই দুই ভাগে জরায়ুর কর্কট পীড়া বর্ণিত হয় । জরায়ুর গ্রীবার ক্যানসার । ( ক্যানসার অফ ff Fifạf=3| Cancer of the Cervix. ) নিদান তত্ত্ব।—জরায়ুর দেহের তুলনায় গ্রীবার কানসারের সংখ্যা অত্যধিক । অধিক বয়সে এই পীড়া হইলেও কখন কখন ২০-২৫ বৎসর বয়স্ক স্ত্রীলোকের ক্যানসার হইতে দেখা যায়। ৪০ হইতে ৫০ বৎসর বয়সের মধ্যেই অধিক হয় । তৎপরে ক্রমে সংখ্যা হ্রাস হইতে থাকে । বন্ধ্য। স্ত্রীলোক অপেক্ষ যে সব স্ত্রীলোকের অধিক সত্তান হয়, তাহাদিগের গ্রীবার ক্যানসার অধিক হইয়া থাকে। অনেকের মতে পুনঃ পুনঃ প্রসব জন্ত গ্রীবার ছিন্নবিচ্ছিন্নতাই ঐক্কপ ংখ্যাধিক্যের পূর্ববৰ্ত্তী কারণ, কিন্তু এতৎ সম্বরে। বর্তমান সময় পৰ্য্যস্ত কোন স্থির মীমাংসা হয় নাই । ... - ক্যানসার কৌলিক পীড়া কি না, তাহাও সনেহের বিষয় , শতকরা ৮—১০ জনের কালিক ইতিবৃত্ত বৰ্ত্তমান থাকিলেও তাহ প্রমাণ স্বরূপ গ্রহণ করা যাইতে পারে না। গ্রীবার বিভিন্ন প্রকৃতির পুরাতন প্রদাহ এবং ক্ষত হইতে অনেক সময়ে ক্যানসারের উৎপত্তি হয়। : শ্ৰেণী বিভাগ।--জরায়ু গ্রীবায় নিম্নলিখিত কয়েক শ্রেণীর ক্যানসার হইতে দেখা যায় ।