পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জরায়ু গ্রীবার কর্কট পীড়া । כי שכי পীড়া প্রবল হইলে তাছার বিংশষ গক্ষণ সমূহ প্রকাশিত হয়, স্বতরাং ক্যানসার স্থির করিতে বিশেষ গোলযোগ উপস্থিত হয় না । কিন্তু পীড়ার প্রথমাবস্থায় লক্ষণ সমূহ অস্পষ্টভাবে প্রকাশিত হওয়ায় বিলক্ষণ সনোেহ উপস্থিত হয়, অথচ এই সময়ে যথার্থ রোগ নির্ণীত না হইলে পরিশেষে কোন চিকিৎসাতেই মুফল দর্শে না । তজ্জন্ত आब्रप्ड পার্থক্য নির্ণয় করা বিশেষ কৰ্ত্তব্য । উল্লিখিত প্রত্যেক পীড়ার লক্ষণ সমূহের সহিত ক্যানসারের লক্ষণ সমূহের বিভিন্নতা কি কি, তাঙ্গ পরস্পর তুলনা করিলেই সন্দেছ ভঞ্জন হইতে পারে। নিম্নলিখিত কয়েকটা লক্ষণের উপর পার্থক্য নির্ণয় নির্ভর করে । ১ । অপেক্ষাকৃত অল্প সময় মধ্যে বুদ্ধির ইতিবৃত্ত । ২ । উপদংশের প্রমাণাভাব । ৩ । রোগিণীর বয়স এবং কৌলিক প্রমাণ । ৪ । মারাত্মক পীড়ার বিশেষ লক্ষণ বর্তমান--বিশেষতঃ বেদন, শোণিতস্রাব, অপরিস্কার স্রাব, দুর্গন্ধ, মূত্রাশয়ের কষ্ট এবং ম: ত্যাগ সময়ে বেদন । ৫ । প্রথমাবস্থায় পীড়িত স্থানের শ্লৈগ্নিক ঝিল্লি সংলগ্নগঠন সহ আবদ্ধ—শেষাবস্থায় জরায়ু আবদ্ধ, স্পঞ্জটেণ্ট প্রয়োগে গ্রীবাপ্রসারণের প্রতিবন্ধকতা । ৬ । পীড়িত অংশের সংলগ্ন যোনি-প্রাচীর আক্রমণ । * চিকিৎসায় কোন উপকার না হওয়া এবং পীড়িত অংশ উচ্ছেদ করার পর পুনৰ্ব্বার পীড়ার প্রকাশ। ৮। রোগিণীর বিশেষ প্রকৃতির পাণ্ডুবর্ণ। ৯। অঙ্গুলী এবং স্পেকুলম দ্বারা পরীক্ষা করিয়া পীড়ার বিশেষ স্থানিক লক্ষণ অনুভব ।