পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জরায়ুর কর্কট রোগ চিকিৎসা । ל 9 מ ব্রডলিগামেণ্ট (১) বন্ধন এবং (২) সঞ্চাপিত করিয়া অস্ত্রোপচারএই উভয়েরই সুবিধা এবং অসুবিধা প্রায় সমান। প্রথমোক্ত অন্ত্রোপচারে শোণিতস্রাবের আশঙ্কা থাকে না । কিন্তু বন্ধন করা অত্যন্ত কঠিন, অত্যন্ত সময় ব্যয় এবং বিধান সমস্ত অধিক অঙ্গুলীম্পূষ্ট হয় । শেষোক্ত অস্ত্রোপচার সহজে এবং অল্প সময়ে সম্পাদিত হয় । কিন্তু শোণিতস্রাবের আশঙ্কা থাকে এবং আরোগ্য গুষ্টতে বিলম্ব হয় । কোন কোন চিকিৎসক লিগামেণ্ট বন্ধন করার পুৰ্ব্বে পেরিটোনিয়ম গহবরে স্বত্র সংলগ্ন স্পঞ্জ স্থাপন করিয়া অস্ত্রাদি দুরে রাখিয়। লিগামেণ্ট বন্ধন করেন । কেহ বা অগ্র পশ্চাতের কর্তিত পেরিটোনিয়মের কিনারা অবিচ্ছিন্ন বা পৃথক সেলাই দ্বার একত্র করিয়া দেন । কিন্তু ইহা অনাবশুক । পেরিটোনিয়ম স্বতঃ সম্মিলিত হইয়া থাকে। অগ্র পশ্চাৎ যোনিপ্রাচীর সম্মিলিত থাকিলেই উক্ত ঝিল্লি সত্বরে সম্মিলিত হয় । জরায়ু উচ্ছেদ করার পরেই পেরিটোনিয়ম কুঞ্চিত হইয়া একের উপর অপরটা সম্মিলিত হয় । ক্ষত শুষ্ক হইলেই হ্যঞ্জ ছাদের অনুরূপ আকৃতি ধারণ করে । কোন চিকিৎসক ভূেণেজটিউব সংস্থাপন করিতে বলেন । কিন্তু অনেকেই তাত অমাবস্ত্যক মনে করেন । অস্ত্রোপচারে শোণিতস্রাব, মলমূত্রাশয় বা ইউরিটার আহত এবং শোণিভদুষ্টত উপস্থিত হইতে পারে ।

  • A*s of 15th (Incomplete operation for cancer ) —জরায়ু সঞ্চালনশীপ আছে কিম্বা ক্যানসার বিধান অধিক বিস্তৃত হওয়ায় আবদ্ধ হইয়াছে, এইরূপ সন্দেহ উপস্থিত হইলে অস্ত্রোপচার করাই শ্ৰেয়ঃ । কারণ ( ১ ) প্রকৃত পক্ষে সন্দেহের কারণ নাও থাকিতে পারে এবং (২) অসম্পূর্ণ অস্ত্রোপচার করিলেও অনেক সময়ে রোগের যন্ত্রণ দীর্ঘকাল উপশমিত থাকিতে পারে ।