পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ማ8 স্ত্রী-রোগ । স্বলে কেবল মূল পথে যে পরিমাণ শোণিত প্রাপ্ত হষ্টত, তদপেক্ষা অধিক শোণিত প্রাপ্ত হয় । - - (চ) অস্ত্রসহ অত্যধিক আবদ্ধ হইয় পড়িলে আণুবীক্ষণিক রোগজীবাণু প্রৰিষ্ট হওয়ার পথ প্রশস্ত হওয়ায় অৰ্ব্বদমধ্যে পুর ও পচনাদি উপস্থিত হইতে পারে। (ছ) অন্ত্রসহ আবদ্ধ হওয়ার পরে, পুনৰ্ব্বার যদি মোচড় লাগে, তবে মূল অধিক মোচড়াইয়া যায় এবং অন্ত্র মোচড়াইয়া যাওয়ায় অস্ত্রাবরোধ উপস্থিত হইতে পারে। মূল ক্ষুদ্র হওয়ায় অর্বুদ বস্তিগহ্বরাভিমুখে আকৰ্ষিত এবং মন্ত্রাদি সঞ্চাপিত হয় । (জ) মূলদেশ সামান্ত মোচড়াইলে রজঃকৃচ্ছ,তার লক্ষণ উপস্থিত হইতে পারে। (ঝ) মোচড়াইয়। যাওয়ার পর মোচড়ানের সমস্ত লক্ষণ উপস্থিত হক্টলেও পুনৰ্ব্বার আপন হইতে স্বাভাবিক অবস্থায় পরিণত হইতে 例代颈1 মূলদেশ মোচড়ানের ফলে অর্বুদ মধ্যে শোণিত শ্রাব, অন্ত্রাবরক ঝিল্লির প্রদাহ এবং শুয়োৎপত্তি,—এই তিন উপায়ে রোগিণীর জীবন সঙ্কটাপন্ন হইতে পারে । মেওtশয়ের অর্কুরেরও মোচড়াইলে সহসা মস্থস্থত, বিবর্ণ ও স্বল্প দ্রুত নাড়ী ইত্যাধি লক্ষণ উপস্থিত হয়, বাহ শোণিত স্রাবের লক্ষণ থাকে না । बुेन বৃহৎ হয়, অতঃপর পেরিটােনাইটিসের লক্ষণ উপস্থিত হওয়ার সম্ভাবনা অধৰ সছুল অৰ্ব্বদমধ্যে বেদন আরম্ভ এবং রোগিণীর অত্যধিক অস্বত্বাবস্থা অনুমিত হইতে পারে। ਬੋ টন্‌টনে कब्जिन श्ब्र । यहे गभख लक१ झुप्छे অর্বুমধ্যে তরুণ পরিবুর্জন উপস্থিত হইয়াছে, তাই বল ধাইতে পারে। এইরূপ ঘটনা বৃত্ত মোচড়ানের ফলেই হইয় থাকে কিন্তু না দেখিলে স্থির নিশ্চয় করিয়। বল। অসম্ভব ।