পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অণ্ডাশয়ের অৰ্ব্বদ চিকিৎসা । Nෆචූ ১০ । অৰ্ব্বদকোষ উচ্ছেদ। ১১ অক্সাবরক ঝিল্লি পৱিষ্কার। ১২। উদরপ্রাচীরের কৰ্ত্তন বন্ধ । ১৩ । কৰ্ত্তনে ঔষধ প্রয়োগ এবং পটী বন্ধন । এবং ১৪ । পরবর্তী চিকিৎস। । এই কয়েক শ্রেণীতে বিভক্ত । ১ হইতে ৫ ও ৮ এবং ১১ হইতে ১৪ এই কয়েকটী বিষয় হিষ্টেরেকটমী অস্ত্রোপচারে বর্ণিত প্রণালীর অনুরূপ । সুতরাং পুনরুল্লেখ নিম্প্রয়োজন । কোষারত অর্বুদ দৃষ্ট ইষ্টলে ওয়েলসের ট্রোকার দক্ষিণ হস্তে ধারণ করিয়া তদ্বারা কোষ বিদ্ধ করিলে অর্বুদ মধ্যস্থিত তরল পদার্থ ট্রোকার সংলগ্ন নল মধ্য দিয়া পূৰ্ব্ব নির্দিষ্ট পাত্র মধ্যে পতিত হয়। ট্রোকারের তীক্ষু অন্ত সংলগ্নে অভ্যন্তরের কোন অংশ আহত হইতে না পারে, এই উদ্দেশ্যে টোকার সংলগ্ন নলের সহিত অপর একটি নল আছে, এই নলের কল এরূপ কৌশলে সংলগ্ন যে, তাই অঙ্গুষ্ঠ দ্বারা সম্মুখাভিমুখে ১৭তম চিত্র। অর্ক, কোষ মধ্যে টোকার বিদ্ধ করার প্রণালী । চালিত করিলে তীক্ষু অস্ত আবৃত হয় । তরল পদার্থের কিয়দংশ বহির্গত হইলেই উক্ত কৌশলে ট্রোকারের তীক্ষু অন্ত আবৃত করিবে । তরল পদার্থ বহির্গত হওয়ার সময়ে অৰ্ব্বদের কোন অংশ আৰদ্ধ দৃষ্ট হইলে স্পঞ্জের সাহায্যে তাহ বিযুক্ত করিয়া দিবে। কোন স্থানের