পাতা:স্ত্রী-রোগ.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রী-রোগ। প্রথম অধ্যায় । স্ত্রী-জননেন্দ্রিয়ের সংক্ষিপ্ত বিবরণ। স্ত্রী-জননেন্দ্রিয়ের রোগ নির্ণয এবং চিকিৎসা সম্বন্ধে অভিজ্ঞত। লাভ করিতে হইলে তাহাদিগের গঠন, অবস্থান, পরিপোষণ, ক্রিয়া এবং সন্নিকট’স্তিত অন্তান্ত যন্ত্রাদির সহিত পরস্পর সম্বন্ধ ইত্যাদি বিষয়ে বিশেষ জ্ঞান থাকা আবশ্যক। তদ্বিস্তারিত বিবরণ শরীরতত্ত্বে দ্রষ্টব্য । এস্থলে তদ্বিষয় অতি সংক্ষেপে বর্ণিত হইল । প্রকৃত বস্তিগন্সব রস্থিত প্রধান যন্ত্রসমূহ–ওভেরী, ফেলোপিয়ন নল, জরায়ু, যোনি ও ভলভ ; উদ্ধে পেরিটোনিয়ন এবং নিয়ে পেরিনিয়ম এই উভয়ের মধ্যে তাবস্থিত । মল এবং মুত্রাশয় ই চাদিগেপ সন্নিকটস্থিত । সংযোগ-তস্ত দ্বারা পরস্পরে সম্বন্ধ । সাধারণতঃ স্ত্রী-জননেন্দ্রিয় সমুহ বাহ এবং অভ্যস্তর—এই দুই প্রধান ভাগে বিভক্ত। প্রথমোক্ত সঙ্গম ও শেষোক্তন সন্তানোৎপাদন সংশ্লিষ্ট । সুতরাং জনন সম্বন্ধে বাহ্য জননেন্দ্রিয় গৌণভাবে কাৰ্য্য করে। সস্তানের প্রথম পোষণ জন্ত স্তনে দুগ্ধ সঞ্চার হয়, সুতরাং ইহাও আনুষঙ্গিক যন্ত্র। যোনিগহবর দ্বারা জরায়ু এবং ভলভ সন্মিলিত। অভ্যস্তর জননেক্রিয়ষ্ট জনন সম্বন্ধে মুখ্য। তাণ্ডাধারে অও উৎপন্ন, আওবঙ্কানল দ্বারা পরিচালিত এবং জরায়ু মধ্যে সমানীত হইয়া মৰ্দ্ধিত ও পরিশেষে বহির্গত হয় ।